ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বাঞ্ছারামপুরে স্কুল শিক্ষকের রাজকীয় বিদায়!

নিজস্ব সংবাদদাতা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৪:০৯, ৮ নভেম্বর ২০২৪

বাঞ্ছারামপুরে স্কুল শিক্ষকের রাজকীয় বিদায়!

প্রিয় শিক্ষকের বিদায় জানাতে সাবেক শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউপি'র বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালেয়র সহকারী শিক্ষক আবু তালেব ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই বিদায় অনুষ্ঠান হয়।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এই গুণী শিক্ষক দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেছেন। তাই প্রিয় শিক্ষকের বিদায় জানাতে সাবেক শিক্ষার্থীরা এসব আয়োজন করে। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে গর্ববোধ করেন তিনি।

জিয়াউর রহমান নামের সাবেক এক শিক্ষার্থী বলেন, স্যার অনেক ভালো মানুষ ছিলেন। সব সময় সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়েছেন। আমরা সবসময় স্যারকে মনে রাখবো।

এ সময় আবু তালেব এর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে অনেক শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ী শিক্ষকের কর্মজীবন নিয়ে কথা বলতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন প্রধান শিক্ষক। তিনি বলেন, আব্দুল মোতাবি কখনও আমাদের সঙ্গে স্যারসুলভ আচরণ করেননি। তিনি ছিলেন সকলের ভাই। যখন তাকে ডেকেছি, তখনই তাকে কাছে পেয়েছি।

সদ্য বিদায়ী আবু তালেব বলেন, আমি দীর্ঘদিন প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করেছি। এ সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা করানো, বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে। এলাকার ছাত্রছাত্রীরা, অভিভাবকেরা এবং সংশ্লিষ্ট সবাই আমাকে যে সম্মান দিয়েছেন, তাতে আমি আনন্দিত।’ আমি চাই আমার ছাত্ররা যেন ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারে। সমাজের জন্য, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। এ ব্যাপারে তারা যেন সর্বদা সজাগ থাকে।’

তাজিন

×