ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ডাকাতের গুলিতে বঙ্গোপসাগরে জেলে নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:২৭, ৮ নভেম্বর ২০২৪

ডাকাতের গুলিতে বঙ্গোপসাগরে জেলে নিহত

নিহত জেলে মাঝি মোহাম্মদ মোকাররম

বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের হামলায় গুলিবিদ্ধ এক জেলে নিহত হয়েছে। নিহত জেলে মাঝি মোহাম্মদ মোকাররম (৪৫) কুতুবদিয়ার উত্তর ধূরুং ১নং ওয়ার্ড এলাকার আজিম উদ্দিন সিকদার পাড়ার মৃত জফর আহমদ সিকদারের ছেলে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর ৪ টার দিকে গভীর সাগরের কুতুবদিয়া চ্যানেল এলাকায় বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ইসমাইল কোম্পানির মালিকানাধীন এফবি আল্লাহর দান ফিশিং ট্রলারে এই ডাকাতি ও হামলার ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল ১৯ জন মাঝিমাল্লাকে জিম্মি করে ফিশিং ট্রলারটি নিয়ে যায়। নৌবাহিনী ও কোস্টগার্ড নিখোঁজ জেলেদের উদ্ধারে চেষ্টা করছে।

ফি‌শিং বো‌টের মা‌লিক ও নিহত মা‌ঝির‌ প‌রিবার সূ‌ত্রে জানা যায়, বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ইসমাইল মাঝির মালিকানাধীন ‘এফবি আল্লাহর দান’ ফিশিং ট্রলারটি গত সোমবার সাগরে মাছ ধরতে যায়। ট্রলারে ২০ জন মাঝিমাল্লা ছিলেন। বৃহস্পতিবার ভোরে সোনাদিয়া চ্যানেলে তারা জলদস্যুদের কবলে পড়ে। এ সময় চলন্ত ট্রলারটিতে গুলি করে মাঝি মোহাম্মদ মোকাররমকে হত্যার পর সাগরে লাশ ফেলে দেওয়া হয়। সকালে আত্মীয়-স্বজনরা নিহত মোকাররমের লাশ উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ডাকাতি ও হত্যার ঘটনা বাঁশখালী সীমান্তের বাইরে। যেহেতু লাশটি বাঁশখালী হাসপাতালে এনেছে তাই সেটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফি‌শিং ট্রলার মালিকের বা‌ড়ি বাঁশখালী ও মাঝিমাল্লাদের বাড়ি কুতুবদিয়া থানায়, আর ঘটনাস্থল ব‌ঙ্গোপসাগ‌রে হওয়া‌তে মামলা নেওয়া‌য় আইনি জ‌টিলতা আছে।

শহিদ

×