ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

যমুনার শাখা নদীতে বালু তোলায় হুমকিতে বিভিন্ন স্থাপনা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর

প্রকাশিত: ১৯:৪৩, ৭ নভেম্বর ২০২৪

যমুনার শাখা নদীতে বালু তোলায় হুমকিতে বিভিন্ন স্থাপনা

মাদারগঞ্জ উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিপণন করা অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যুচক্রের বিরুদ্ধে জানা গেছে, মাদারগঞ্জের বালিজুড়ী ইউনিয়নের শুখনগরী এলাকায় যমুনার শাখা নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করলেও অজ্ঞাত কারণে নীরব রয়েছে স্থানীয় প্রশাসন

এতে হুমকির মুখে পড়েছে কোটি কোটি টাকার বিস্তীর্ণ কৃষিজমি, বসতবাড়ি, স্কুলভবনসহ সরকারি-বেসরকারি নানা স্থাপনা

স্থানীয় প্রশাসনের একশ্রেণির আসাধু কর্মকর্তা-কর্মচারী, কথিত সাংবাদিক নেতা ভুঁইফোড় সাংবাদিকদের ম্যানেজ করে দীর্ঘদিন ধরে রমরমা মাটি বাণিজ্য অব্যাহত রেখেছে প্রভাবশালী ভূমি দস্যুচক্র অবৈধবোমা’ (ড্রেজার) মেশিন দিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করছে স্থানীয় একটি চক্র এতে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, তেমনি ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার রাস্তা-ঘাট, জমি, গাছপালা বিভিন্ন স্থাপনা

প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রকাশ্যে চক্রটি তাদের অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে মনে হচ্ছে এসব দেখার মতো কেউ নেই স্থানীয় রহমতুল্লাহ নামে এক ব্যক্তি বলেন, রিপোর্ট করে লাভ কি? প্রশাসন সাংবাদিকেরা সবাই টাকা নেয় ড্রেজার মালিকদের সঙ্গে যোগাযোগ করে আপনিও কিছু নিয়ে যান

রহমতুল্লাহ আক্ষেপ করে বলেন, সরকার কৃষি জমি সুরক্ষায় কঠোর অবস্থানে থাকলেও মাদারগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ বালু উত্তোলনে মেতে উঠেছে প্রভাবশালী নেতা জনপ্রতিনিধিগণ অবৈধবোমা’ (ড্রেজার) মেশিন দিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করছে স্থানীয় একটি চক্র

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সায়েদা খানম লিজা বলেন, প্রশাসনকে ম্যানেজ করা হয়েছে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া এবং বানোয়াট একটি কথা কে বা কারা অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে আমার জানা নেই আমি নিজে খোঁজ নিয়ে ড্রেজার বন্ধ উত্তোলনকারী চক্রটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিব

×