ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

প্রকাশিত: ১৯:৩৯, ৭ নভেম্বর ২০২৪

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ঝিনাইদহে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে। উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে এক বর্নাঢ্য ্যালি বের হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন গ্রাম, পাড়া মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের উজির আলী স্কুল মাঠে নেতাকর্মীরা জড়ো হয়।

পুর নাগাদ বিশাল মাঠটি নেতাকর্মীদের উপস্থিতিতে মহাসমাবেশে পরণিত হয়। র‌্যালি বের হওয়ার আগে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম মজিদ, কেএম ওয়াজেদ, জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আনোয়ারুল ইসলাম বাদশা, আলমগীর হোসেন, সাজেদুর রহমান পাপপু, যুবদল নেতা আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সোমেনুজ্জামান সমেন, মুশফিকুর রহমান মানিক মহিলাদল নেত্রী কামরুন্নাহার লিজি প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলায় ৭৫ সালের নভেম্বর সকল মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল। দেশপ্রেমিক সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে নভেম্বর রাজপথে নেমে খালেদ মোশাররফের ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাজত করেছিল।

জাতিকে আবার ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার জন্য নানামুখি চক্রান্ত শুরু হয়েছে। অবস্থায় জাতিকে রক্ষা করার জন্য ৭ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক ছাত্র-জনতা এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

×