ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

যশোর চেম্বার অব কমার্স নির্বাচন

মিজানুর রহমান খান প্যানেল বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ১৯:৩৬, ৭ নভেম্বর ২০২৪

মিজানুর রহমান খান প্যানেল বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী

যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিজানুর রহমান খানের প্যানেল বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে  বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ১৯পদে ১৯ জন নির্বাচিত হয়েছেন। ফলে আগামী ৩০ নভেম্বর ভোট গ্রহণের প্রয়োজন নেই।

বিজয়ীরা হলেন হলেন, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, শ্যামল দাস, জাহিদ হাসান টুকুন, সাজ্জাদুর রহমান সুজা, তানভিরুল ইসলাম সোহান, গোলাম রেজা দুলু, আবদুল হামিদ চাকলাদার, এজাজ উদ্দিন টিপু, খাইরুল কবির, মঞ্জুর হোসেন মুকুল, মো: নূরুজ্জামান, মোকসেদ আলী, কাসেদুজ্জামান সেলিম, সাজ্জাদুল করিম কাবুল, সাইফুল ইসলাম লিটন, নূর আলম পাটোয়ারি, রেজাউল করিম, শাহজাহান আলী খোকন ও ইসমাইল হোসেন মিলন।

এ বিষয়ে যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আনোয়ার হোসেন বলেন, ১৯টি পদের বিপরীতে ২১টি মনোয়ানপত্র জমা পড়েছিল। বৃহস্পতিবার দুইজন প্রার্থী তাদের মনোয়ানপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ১৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এ জন্য আর ভোটের প্রয়োজন পড়ছেনা।
জানা যায়,  রাজনৈতিক প্রভাব ও আদালতে মামলা থাকার কারণে গত এক যুগ ধরে যশোর চেম্বারের নির্বাচন হয় না। ১০ বছর ধরে প্রশাসক নিয়োগ করে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটির কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছিল। ২০১১ সালের ১৬ এপ্রিল যশোর চেম্বারের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা বিএনপির তৎকালীন যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়। ২০১৪ সালের ২৩ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০১৪ সালের ১ ডিসেম্বর চেম্বারে প্রশাসক নিয়োগ করা হয়। সেই থেকে প্রতিষ্ঠানটির দায়িত্বপালন করছেন একজন প্রশাসক।

রাজু

×