ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পার্বত্য চট্রগ্রামে শিক্ষা প্রসার ও মান উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৭ নভেম্বর ২০২৪ ॥

প্রকাশিত: ১৯:৩২, ৭ নভেম্বর ২০২৪

পার্বত্য চট্রগ্রামে শিক্ষা প্রসার ও মান উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী

বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান বলেছেন, পার্বত্য চট্রগ্রামে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা প্রসার ও শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী। দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীরা যাতে বান্দরবান শহরে থেকে লেখা পরা করতে পারে সে বিষয়ে সেনাবাহিনীর পক্ষথেকে সব ধরণের সহযোগিতা করা হবে। বৃহস্পতিবার দুপুরে বান্দরবান শহরের ইসলাম পুর, ৯নম্বর ওয়ার্ডর মুসাফির পার্কে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার কর্তৃক পরিচালিত সাঙ্গু বিলাস ছাত্রাবাস উদ্বোধন শেষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদর বান্দরবান জেলার আয়োজনে মতবিনমিয় সভায় তিনি এসব কথা বলেন।
রিজিয়ন কমান্ডার আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের জনসাধারণের নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। এছাড়া সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো থেকে শুরু করে শিক্ষকদের বেতন-ভাতা, বই বিতরণ, শিক্ষাসামগ্রী প্রদান, ছাত্র-ছাত্রী পরিবহন, আর্থিক অনুদান, কম্পিউটারসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী,খেলাধুলার সামগ্রী বিতরণ করে সর্বদা স্থানীয় পাহাড়ি-বাঙালিদের পাশে এসে দাঁড়িয়েছে এবং এর দ্বারা অব্যাহত থাকবে।
এর আগে রিজিয়ন কমান্ডার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমানের নিজস্ব অর্থায়নে নবনির্মিত সাঙ্গু বিলাস ছাত্রাবাস এর উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা আমীর আবদুস সালাম, সেক্রেটারি এডভোকেট মো, আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশান: মুসাফির পার্কে নবনির্মিত সাঙ্গু বিলাস ছাত্রাবাস উদ্বোধন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান।

×