ঈশ্বরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রেল শ্রমিক-কর্মচারী দলের আলোচনাসভা, বর্ণাঢ্য র্যালি ও পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। ঈশ্বরদী লেরওয়ে লোকোসেডে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রেল শ্রমিকদলের কেন্দ্রিয় শিক্ষা ও গবেষনা সম্পাদক আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
রেল শ্রমিকদলের ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়নের সভাপতিত্বে ও ঈশ্বরদী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মন্ডলের পরিচালনায় রেল শ্রমিকদল রজশাহী বিভাগীয় সমন্বয়ক রওশন আলী শামীম, শ্রমিকদলের উত্তর বঙ্গের নেতা নুর ইসলাম নুর, পাকশী বিভাগীয় সমন্বয়ক সাহাবউদ্দিন মন্ডল,পাকশীর সম্পাদক জুয়েল রানা,পাকশী শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ,ঈশ্বরদীর সিনিয়র সহসভাপতি মইনুল ইসলাম মুন্না,রেলশ্রমিকদল নেতা সুলতান আহমেদ জুয়েল, এস,এম,নয়ন,ইউসুফ হোসেন সাগর,কামরুল ইসলাম,সেলিম আহমেদ ও মনিরুল ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
এর আগে রেলশ্রমিকদলের নেতৃবৃন্দ লোকোসেডস্থ অফিস চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে ঈশ্বরদী রেল স্টেশন প্লাট ফরম থেকে একটি মিছিল নিয়ে ঈশ্বরদী বাজার রোড হয়ে লোকোসেডে এসে শেষ করেন। অন্যদিকে ঈশ্বরদী পৌর,উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও সমাবেশ করেন সকল পর্যায়ের নেতারা।