ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বাকেগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১৮:৫১, ৭ নভেম্বর ২০২৪

বাকেগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ৫৭৫০ জন কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ই নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫  মৌসুমে সরিষা,গম, ভুট্টো,সূর্যমুখী, চিনাবাদাম ,সয়াবিন ,পেয়াজ,মুখ, মসুর,খেসারি ও বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় ৫৭৫০ ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যের সার ও বিজ বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাইফুর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুনীতি কুমার সাহা ,উপজেলা মৎস্য অফিসার নাসির উদ্দিন ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান।

বাকেরগঞ্জ উপজেলা কৃষি অফিসার জানান, বাকেরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের প্রণোদনাকর্মসূচীর আওতায় এ মৌসুমে১০০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি গম বীজ,ও ২০কেজি সার,৩০ জন কৃষকের প্রত্যেককে  ২ কেজি ভুট্টা বিজ ও ৩০ কেজি সার,৬৫০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ ও ২০ কেজি সার,১২০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সূর্যমুখী বীজ,ও২০ কেজি সার,৫০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি চিনাবাদাম বিজ,ও ১৫ কেজি সার,১৫০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি সোয়াবিন বিজ,ও ২০ কেজি সার, ২০০০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি হাইব্রিড ধান বীজ,১০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পেয়াজের বিজ ও ২০ কেজি সার,২১৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগ বিজ,ও ১৫ কেজি সার,১১০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুরি ও ১৫ কেজি সার,৩৮০ জন কৃষকে ৮ কেজি খেসারি বিজ ও ১৫ কেজি সার প্রদান করা হয়।

রাজু

×