ঢাকা—চট্টগ্রাম চার লেন মহাসড়কের মাঝখানের ডিভাইডার রাতের আঁধারে অবৈধভাবে কাটা হচ্ছে। এই কাটা ডিভাইডার দিয়ে পার হচ্ছে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজিসহ ছোট যানবাহনসহ পথচারীরা। এতে মহাসড়কে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
এ সড়কের কাটা ডিভাইডার ঢালাই ব্লক এবং আরসিসি দেয়াল তুলে বন্ধ করে দেয় সড়ক বিভাগ। তারপরেও রাতের অন্ধকারে অবৈধভাবে সেই ডিভাইডারগুলো ভেঙ্গে ফেলা হচ্ছে।
স্থানীয়রা জানান, মহাসড়কে চলাচলকারী ছোট পরিবহনগুলো ইউটার্ন করতে গেলে অনেক পথ যেতে হয়। তাই অনেকেই নিজেদের প্রয়োজনে ডিভাইডার কাটছেন। সেগুলো বন্ধ করা হলেও কিছুদিন পর আবার ডিভাইডারগুলো ভেঙ্গে ফেলা হচ্ছে। ফলে দুর্ঘটনা বেশি ঘটছে।
নিরাপদ সড়ক চাই(নিসচা) দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, মহাসড়কটির ঢাকামুখী সরাসরি লেনে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করাতে ডিভাইডার ভাঙ্গা হয়েছে বলে ধারণা করা এখানে বড় দুর্ঘটনা ঘটার পূর্বেই ভাঙ্গা অংশ মেরামত প্রয়োজন।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ আবু ওবায়েদ বলেন, আমি মাত্র কিছুদিন আগে এখানে যোগদান করেছি। সড়ক ও জনপথের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে দুর্ঘটনারোধে ব্যবস্থা নেয়া হবে।
সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আবু সালেহ বলেন, ‘মহাসড়কটির দাউদকান্দি অংশে দুর্ঘটনা রোধে ডিভাইডারের কাটা অংশগুলো অনেকবারই বন্ধ করা হয়েছে। আর দুর্ঘটনা হ্রাস করতে ডিভাইডার ও ফুটওভার ব্রীজ করা হয়েছে। কিন্তু জনসাধারণ সেটা ব্যবহার করতেছেনা, উল্টো ভেঙ্গে ফেলছে বা নষ্ট করছে।
তানজিলা