ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ফ্যাসিস্ট সরকারে সুবিধাভোগীদের জায়গা বিএনপিতে হবে না: সেলিমুজ্জামান সেলিম

নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮:২২, ৭ নভেম্বর ২০২৪; আপডেট: ১৯:২৯, ৭ নভেম্বর ২০২৪

ফ্যাসিস্ট সরকারে সুবিধাভোগীদের জায়গা বিএনপিতে হবে না: সেলিমুজ্জামান সেলিম

বক্তব্য রাখছেন সেলিমুজ্জামান সেলিম।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, যারা ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের সুবিধা নিয়েছে তাদের জায়গা বিএনপিতে হবে না। যে সকল নেতাকর্মীরা ফ্যাসিস্ট সরকারের আমলে জেল, জরিমানা, নির্যাতনের শিকার, পুলিশের ভয়ে পালিয়ে সভা সমাবেশ করেছেন, দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তারাই হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। তারাই আগামীর অহঙ্কার তারেক জিয়ার সৈনিক। কোন সুবিধাভোগীর যায়গা বিএনপিতে হবে না। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আপনারা সুসংগঠিত থাকবেন বলে আশা করি। ছাত্র-জনতার গণঅভ্যুথানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে সেটাকে কাজে লাগিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আবারো বিজয়ী হবে, ইনশাআল্লাহ।’ 

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু মুন্সি, মো. আউয়াল ফকির, মো. মহাসিন সরদার, মাহবুবুল আলম হিরু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আসাদুজ্জামান আসাদ শিকদার, মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক মো. সাইফুজ্জামান লিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রহিন, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি ও সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহাসিন মোল্লা প্রমূখ। 

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) এর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে এমপি প্রার্থী হিসাবে দেখতে আগ্রহ প্রকাশ করেন।

এদিন দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় সেলিমুজ্জামান সেলিম বলেন, দীর্ঘ ১৫ বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি। আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারিনি। আমরা স্বাধীন মতামত দিতে পারিনি। গত ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আজকে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের অভিভাবক ও আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এ জাতি পেয়েছিল একটি স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ। আমরা ১৯৭১ এ স্বাধীনতা পেলেও প্রকৃত স্বাধীনতা পেয়েছি ১৯৭৫ এর ৭ নবেম্বর, বিপ্লব ও সংহতি দিবসের মধ্যদিয়ে।’

কাশিয়ানী উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ সহ-উপজেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, শ্রমিকদল ও কৃষকদল সহ উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম হাসান

×