ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

ধুনটে ওসি ও দুই এসআইকে অপসারণের দাবীতে মাবনবন্ধন

নিজস্ব সংবাদদাতা, ধুনট, বগুড়া

প্রকাশিত: ১৭:২৫, ৭ নভেম্বর ২০২৪

ধুনটে ওসি ও দুই এসআইকে অপসারণের দাবীতে মাবনবন্ধন

বগুড়ার ধুনট থানার ওসি সাইদুল আলম, এসআই মোহাম্মদ আলী এসআই অমিত হাসান মাহমুদের অপসারণ এবং ল্যাংটা বাবুকে গ্রেফতারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয় গ্রামবাসির আয়োজনে মথুরাপুর সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত।

গত অক্টোবর উপজেলার অলোয়া গ্রামের গরু ব্যবসায়ী নিজাম উদ্দিন দুপচাচিয়া ধাপের হাটে গরু বিক্রি করে ফিরছিলেন। পথিমধ্যে অলোয়া গ্রামের মুন্সি বটতলা এলাকায় পৌঁছলে তিনি ছিনতাইয়ের শিকার হন।

এসময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ টাকা মোবাইল ছিনিয়ে নেয়। ঘটনায় অক্টোবর নিজাম উদ্দিন বাদি হয়ে ধুনট থানায় অলোয়া গ্রামের সাবানের ছেলে ল্যাংটা বাবুসহ জনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ছিনতাইয়ের ঘটনাকে ধুনট থানার ওসি সাইদুল আলম, এসআই মোহাম্মদ আলী অমিত হাসান মাহমুদ চুরি মামলা হিসেবে রেকর্ড করে। পরে ল্যাংটা বাবুর বাবা সাবান বাদি হয়ে কলেজ ছাত্র ব্যবসায়ীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মারপিটের মিথ্যা অভিযোগ দেন।

না পুলিশ ল্যাংটা বাবুকে গ্রেফতার না করে নিরাপরাধ কলেজছাত্র এক ব্যবসায়ীকে মারপিটের মামলায় গ্রেফতার করে। ঘটনায় আমরা ধুনট থানার ওসি দুই এসআইয়ের অপসারণের দাবী জানাই। একইসাথে ঘটনার সাথে জড়িত ল্যাংটা বাবুকে গ্রেফতারের দাবি জানাই।

মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সমাজসেবক গোলাম রব্বনী, নজরুল ইসলাম, শাহজাহান আলী, হবিবর রহমান, মিস্টার রহমান, শিকিম আলী, ইসমাইল হোসেনইউছুফ আলী, লাইলি বেগম, রেনুকা পারফিন রমি খাতুন প্রমুখ।

 

×