ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ভোগান্তির দিন শেষ সেবাগ্রহীতারা একদিনে হাতে পাচ্ছেন ভূমির নামজারি

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৬:৫৯, ৭ নভেম্বর ২০২৪

ভোগান্তির দিন শেষ সেবাগ্রহীতারা একদিনে হাতে পাচ্ছেন ভূমির নামজারি

পূর্বে মাসের পর মাস ঘুরে ফিরে দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থব্যয় করে ভূমির নামজারি করার দিন শেষ হয়ে গেছে। এখন থেকে সকল ধরনের দালাল মুক্ত পরিবেশে মাত্র একদিনের মধ্যে ভূমির নামজারি হাতে পাচ্ছেন সেবাগ্রহীতারা।
ব্যতিক্রমধর্মী এ কার্যক্রমের সেবাকুঞ্জ বুথ বৃহস্পতিবার সকালে উদ্বোধণ করা হয়েছে। প্রথমদিনেই সকল প্রক্রিয়া সম্পন্ন করে ২০ জন সেবা গ্রহীতাকে নামজারি করে দেওয়া হয়েছে।

জেলার গৌরনদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের উদ্যোগে দালাল ও হয়রানী মুক্ত পরিবেশে উপজেলা ভূমি অফিসে একদিনের মধ্যে নামজারি সম্পন্ন করার ক্রাশ প্রোগ্রামের উদ্বোধণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, প্রতি বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিসের প্রাঙ্গণের সেবাকুঞ্জে বুথ স্থাপন করা হবে। এখান থেকেই সেবাগ্রহীতারা আবেদন করে ওইদিনই নামজারি করে নিতে পারবেন।

এজন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ, সকল দলিল, খতিয়ানের কপি, চালু থাকা মোবাইল ফোন নম্বর, সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্রের এক সেট ফটোকপি উপজেলা ভূমি অফিসে সংরক্ষণের নিমিত্ত জমা দিতে হবে। সেবাগ্রহীতাদের সকল ধরনের হয়রানী থেকে মুক্ত রাখতে পর্যায়ক্রমে এ সেবা উপজেলার সাতটি ইউনিয়নে বিস্তৃত করা হবে।
প্রতারক, দালাল এবং অসাধু কর্মকর্তা-কর্মচারী হতে সাবধান থাকার পরামর্শ দিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান বলেছেন, সপ্তাহের অন্য সকল কার্যদিবসে অফিসের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে। সেক্ষেত্রে যেকোনো প্রয়োজনে সরাসরি সেবাগ্রহীতারা সহকারি কমিশনারের সাথে কথা বলতে পারবেন।

এছাড়া নামজারির জন্য সরকার নির্ধারিত ১১৭০ টাকা ব্যতিত কোন প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সেবাগ্রহীতাদের উপজেলা নির্বাহী অফিসার অনুরোধ করেছেন।

 

×