ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

দুটি আন্ত:নগর ট্রেনের স্টপেজ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৬:০৬, ৭ নভেম্বর ২০২৪

দুটি আন্ত:নগর ট্রেনের স্টপেজ দাবিতে মানববন্ধন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর তিতুমীর ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আড়ানী রেল স্টেশনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এতে স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেন।


এসময় অন্যদের মধ্যে আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, আড়ানী  পৌর জামায়াতের আমির মনিরুল আযম জিঞ্জু, মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, বিএনপি নেতা সুজাত আহম্মেদ তুফান, প্রভাষক শফিকুল ইসলাম, স্টেশন বাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম, খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রাজশাহী থেকে সারাদেশে ১৮টি ট্রেন চলাচল করে। বিভিন্ন সময়ে তিতুমীর ও বাংলাবান্ধা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন আড়ানী স্টেশনে ক্রসিংয়ের ন্য থামিয়ে রাখা হয়। ট্রেন দুটির  ট্রপেজ না থাকায় স্থানীয় যাত্রীদের রাজশাহী স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হয়।
তারা দাবি করে ট্রেনদুটির ট্রপেজ দিলে বাঘা, চারঘাট, পুঠিয়া, বাগাতিপাড়া, লালপুর উপজেলার জনসাধারণ উপকৃত হবে। এতে সরকারের রাজস্বও বাড়বে।
স্থানীয়রা জানান, ইতিমধ্যে ট্রেনের স্টপেজের জন্য এলাকার ব্যবসায়ী ও জনসাধারণ গণস্বাক্ষর করে পাকশী ডিআরএম ও রাজশাহী রেলওয়ের বিভাগীয় কার্যালয়ে আবেদন করেছেন।

জাফরান

×