আনসার সদস্যরা নিজ উদ্যোগে বর্গাচাষি আসান প্রামাণিকের ৬০শতাংশ জমির পাঁকা ধান বিনা পারিশ্রমিকে কেটে ঘরে তুলে দেন। আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রমিকের মজুরি বেশি হওয়ায় শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে পরেছিলেন আসান।
আসান প্রামাণিকের বিষয়টি সামনে আসার পর বিনা পারিশ্রমিকে ধান কেটে দিয়েছেন স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যরা।
কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ৫ হাজার ৮শ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে।
রায়দৌলতপুর ইউনিয়নের সহকারী আনসার কমান্ডার সবুজ মিয়া বলেন, শ্রমিক সংকট এবং শ্রমিকের মজুরি পাঁচশ টাকার সঙ্গে একবেলা খাওয়া দিতে হয়। তারপরেও শ্রমিক না পাওয়ার বিষয়টি জানার পরে ১২-১৫ জন আনসার ভিডিপির সদস্যরা তার ধান কেটে দিয়েছি।
তানজিলা