ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

সরকারি রাস্তার গাছ কেটে আত্মসাতের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর,যশোর ॥

প্রকাশিত: ১২:৫৭, ৭ নভেম্বর ২০২৪

সরকারি রাস্তার গাছ কেটে আত্মসাতের চেষ্টা

কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরাপপুর মল্লিকপাড়া সড়কের উপর একটি রেইন্ট্রি গাছ কেটে আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। ওই গ্রামের মৃত বাবুরাম মল্লিকের ছেলে দিনেশ চন্দ্র মল্লিকের নেতৃত্বে এই ঘটনা ঘটছে। এ নিয়ে এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সরাপপুর গ্রামের কালী মন্দিরের পাশে সরকারি সড়কের উপর ৩৫ হাজার টাকা মূল্যের একটি বড় রেইন্ট্রি গাছ প্রশাসনের চোখ ফাকি দিয়ে বুধবার সকালে একদল ব্যক্তিদের সাথে নিয়ে কাটা শুরু করে দিনেশ চন্দ্র মল্লিক। খবর পেয়ে সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস সবুজ বলেন, গাছটি সরকারি রাস্তার উপর অবস্থিত। আগে একাধিকবার জমি মাপ করা হয়েছে।
সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু সাঈদ বলেন, সরকারি গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটা বন্ধ করা হয়েছে। পরবর্তীতে জমি মাপমাপি করে মালিকানা ঠিক করা হবে। সরকারি গাছ কাটার ঘটনা ঘটলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
 

কবির /জাফরান

×