ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

বান্দরবানে পর্যটকদের জন্য হোটেল-রিসোর্ট-পরিবহনে বিশেষ ছাড় 

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১২:৪৮, ৭ নভেম্বর ২০২৪; আপডেট: ১২:৫০, ৭ নভেম্বর ২০২৪

বান্দরবানে পর্যটকদের জন্য হোটেল-রিসোর্ট-পরিবহনে বিশেষ ছাড় 

সংবাদ সম্মেলন

বান্দরবান ভ্রমণে আসা পর্যটকদের জন্য হোটেল-রিসোর্ট-রেষ্টুরেন্ট-পরিবহন সেক্টরে মাসব্যাপী ছাড় ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে (৭ নভেম্বর) হোটেল গ্র্যান্ড ভ্যালী কনফারেন্স রুমে বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ছাড় ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ একমাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে বান্দরবান সদর, আলীকদম, লামা এবং নাইক্ষ্যংছড়ি চারটি উপজেলার দর্শণীয় পর্যটন স্পটগুলো ভ্রমণে পর্যটকদের জন্য বিধিনিষেধ প্রত্যাহার করার কারণে পর্যটক আসতে শুরু করেছে। 

এ উপলক্ষে পর্যটকদের বরণে আবাসিক হোটেলে ৩৫%, রিসোর্টে ২৫%, রেষ্টুরেন্টে ১০%, এবং রিজার্ভ ট্যুরিস্ট পরিবহনগুলোতে ২০% ছাড় ঘোষণা করেন জেলা পর্যটন সংশ্লিষ্ট সমন্বয় পরিষদ।

এ সময় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক সভাপতি নাছিরুল আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ার, জেলা রেষ্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ।

অনিবার্য কারণবশত গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের বান্দরবান পার্বত্য জেলায় ভ্রমণে নিরুৎসাহিত করেন স্থানীয় প্রশাসন। এ বিধিনিষেধ ৬ নভেম্বর পর্যন্ত বলবৎ ছিল।

এসআর

×