ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নড়াইলের কালিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত

নিজস্বসংবাদদাতা,রিফাত-বিন-ত্বহা

প্রকাশিত: ১২:২১, ৭ নভেম্বর ২০২৪; আপডেট: ১২:৫০, ৭ নভেম্বর ২০২৪

নড়াইলের কালিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত

নড়াইলের কালিয়ায় ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলের কালিয়ায় ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়। কালিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। সরদার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, আসজাদুর রহমান মিঠু, স ম ওয়াহিদুজ্জামান মিলু সহ নেতৃবৃন্দ।

আলোচনা সভার আগে আয়োজিত র‌্যালী কালিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

টুম্পা

×