ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

নবীন সেনা সদস্যদের শপথ অনুষ্ঠিত

স্টাফরির্পোটার, নীলফামারী

প্রকাশিত: ১১:৫৯, ৭ নভেম্বর ২০২৪; আপডেট: ১৫:০৭, ৭ নভেম্বর ২০২৪

নবীন সেনা সদস্যদের শপথ অনুষ্ঠিত

নবীন সেনাসদস্যদের শপথগ্রহণ  ও সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ।  

তাহমিন হক ববী,সৈয়দপুর সেনানিবাস থেকে॥ সকালের সূর্য উদয়ের পর হেমন্তের মিষ্টি শীত কুয়াশার সঙ্গে সন্ধি করে উত্তরাঞ্চলের নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের অনুষ্ঠিত হলো ইএমই সেন্টার এন্ড স্কুল কোর অব ইএমই এবং এসিসি কোর এর রিক্রুট ব্যাচ-২০২৪-এর নবীন সেনাসদস্যদের শপথগ্রহণ  ও সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ।  

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সকাল ৭টা ৪০ মিনিটে সৈয়দপুর সেনানিবাস এর শহীদ ক্যাপ্টেন নুরুল আবসার প্যারেড গ্রাউন্ডে মৌলিক প্রশিক্ষন শেষে নবীন সৈনিকদের  জন্য  উক্ত অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয় ।

এ সময় প্যারেড গ্রাউন্ডের চারিপাশে হেমন্তের শীত উপভোগের বিভিন্ন গাছের ফুটন্ত ফুলগুলো হেসে খেলে দোল দিতে দেখা যায়। যেন প্রকৃতির স্বচ্ছ আবহাওয়া ও পরিপাটি  শৃঙ্খলার মধ্যেই উপস্থিত সকলে উক্ত অনুষ্ঠান যেন প্রাণভরে উপভোগ করছিলেন। পাশাপাশি  মনমুগ্ধকর হয়ে হাত তালি দিচ্ছিলেন। আর যে সকল পরিবারের মেধাবী সন্তানরা নবীন সেনা সদস্য হিসাবে তাদের যোগ্যতা অর্জন করেছেন সেই সকল সন্তানদের উক্ত অনুষ্ঠানে  উপস্থিত অভিভাবকদের মাঝে ছিল আনন্দ উৎসব।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সেনাদের সেনাবাহিনী প্রধান  কুচকাওয়াজ প্রদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর এরিয়া ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশমাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব সূচারুরূপে পালন করার প্রত্যয়ে এই নবীন সৈনিকগণ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। দেশের সার্বভৌমত্ব রায় নিজের জীবন উৎসর্গ করার শপথ নিয়েছেন তারা।

এ সময় সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যন্ড স্কুলের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইউসুফ আলীসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সামরিক-বেসামরিক কর্মকর্তা, সেনা সদস্যদের পরিবার ও নতুন সৈনিকদের অভিভাবকরা কুচকাওয়াজ উপভোগ করেন।

সংশ্লিষ্টরা জানান, ইএমই কোরের ৩২৬ ও এসিসি কোরের ৭৭ জন সহ মোট  ৪০৩ জন নবীন সৈনিক ৩৬ সপ্তাহ ব্যাপী সামরিক প্রশিক্ষণে অংশ গ্রহন করে। এর মধ্যে রয়েছেন ৫৩ নারী সৈনিক। তারাও ওই সমাপনী কুচকাওয়াজে অংশ নেন।

প্রশিক্ষণ  কৃতিত্ব প্রদর্শনের জন্য ৯জন সৈনিক কে সেরা রিক্রুট ঘোষনা করা হয়। এদের মধ্যে দুইজনকে শ্রেষ্ঠ রিক্রুটের সম্মাননা দেয়া হয়। তারা হলেন রাজন শেখ ও সোহান হাওলাদার। অনুষ্ঠানের  প্রধান অতিথি তাদের প্রত্যেকের হাতে সম্মাননার ক্রেস্ট প্রদান করেন।

 

 

টুম্পা

×