ছত্রাকনাশকে ক্ষতির শিকার কৃষক
দুর্গাপুরে কীটনাশকের দোকান থেকে কার্বেনডাজিম গ্রুপের ‘নিউজিম’ নামের ছত্রাকনাশক পাউডার কিনে ফুলকপির জমিতে স্প্রে করে বিপাকে পড়েছেন কৃষকরা। কীটনাশক ব্যবহারের পর ফুলকপির গাছের কা- পচে সব গাছ নষ্ট হয়ে গেছে।
এ নিয়ে উপজেলার চুনিয়াপাড়া, গগনবাড়িয়া ও সাকোয়া গ্রামের ১৩ ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। কীটনাশক ব্যবহারে ক্ষেত নষ্ট হওয়ায় তারা ৩৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
অভিযোগ পেয়ে ইউএনও সাবরিনা শারমিন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনীকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন। তবে এর আগেই ওই ছত্রাকনাশক বাজারজাতকারী কোম্পানি এলাকার দোকান থেকে কীটনাশকটি প্রত্যাহার করে নিয়েছে। কৃষকদের অভিযোগ, ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে ওই কীটনাশক কোম্পানি কালক্ষেপণ করেছে। তাই তারা অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক শফি কামাল, হযরত আলী, ছেকেন্দার, মন্টু, লাল্টু, আজিবর, কামরুল, জারজিদ, রবিউল, ছাতারুল, আতাউর, শহিদুল ও হাসান জানান তাদের মোট ৪৬৯ শতক জমির ফুলকপি নষ্ট হয়েছে।
ইউএনও সাবরিনা শারমিন বলেন, ‘কৃষকেরা আমার কাছে আসার সঙ্গে সঙ্গে কৃষি কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। তদন্তে যদি দেখা যায় নিউজিমেই সমস্যা ছিল, তাহলে কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিপূরণও আদায় করা হবে।