ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

বান্ধবীর জন্মদিনের খাবার খেয়ে ৭ শিক্ষার্থী অসুস্থ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০০:৫২, ৭ নভেম্বর ২০২৪

বান্ধবীর জন্মদিনের খাবার খেয়ে ৭ শিক্ষার্থী অসুস্থ

জন্ম‌দি‌নের খাবার খেয়ে অসুস্থ শিক্ষার্থী

রাজবাড়ী‌তে বান্ধবীর বাড়ী‌র জন্ম‌দি‌নের খাবার এবং স্থানীয় এক‌টি মু‌দি দোকা‌নের কেক ও চক‌লেট খে‌য়ে ৭ শিক্ষার্থী অসুস্থ্ হ‌য়ে প‌ড়ে‌ছে। এরম‌ধ্যে ২ জনকে ফ‌রিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে অসুস্থ্য শিক্ষার্থী‌দের রাজবাড়ী সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে। এসময় বেশ ক‌য়েকজন শিক্ষার্থী প্রাথ‌মিক চি‌কিৎসা নি‌য়ে বাড়ি ফি‌রে গে‌ছে।

হাসপাতা‌লে ভ‌র্তি শিক্ষার্থীরা হ‌লো, তৃষা, অন্তরা, হিয়া, প্রী‌তি, সুরভী, আখি ও রা‌ফিয়া। তারা সবাই কালুখালীর দামুকদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী।

অ‌ভিভাবক‌দে‌র ধারণা উত্তম সাহার মু‌দি দোকা‌নের মেয়াদউর্ত্তীণ কেক ও চ‌কো‌বি‌ন খে‌য়ে শিক্ষার্থীরা অসুস্থ হয় প‌ড়ে‌ছে। দুপু‌রে টি‌ফি‌নের পর বিদ্যাল‌য়ের ৬ষ্ঠ ‌শ্রেনীর শিক্ষার্থী স্নিগ্ধা’র জন্ম‌দিন উপল‌ক্ষে তা‌দে‌র বাড়ী‌তে যায় ১৩ জন শিক্ষার্থী। প‌রে সেখা‌নে তারা ইলিশ-খিচুড়ি ও গা‌ন্ধিমারা বাজা‌রের উত্তম সাহার দোকান থে‌কে কেনা কেক ও চ‌কো‌বিন খায়।

জন্মদিনের অনুষ্ঠান শেষে স্কু‌লে ফিরে আসার পর একে একে শিক্ষার্থী্রা অসুস্থ হ‌য়ে পড়‌লে তা‌দের রাজবাড়ী সদর হাসপাতা‌লে এনে ভ‌র্তি করা হয়। হাসপাতা‌লের জরুরি বিভা‌গের কর্তব্যরত চি‌কিৎসক ডা. ফারিয়া আক্তার জানান, খাদ্য বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছে। দুজন বেশি অসুস্থ হওয়ায় তাদের ফরিদপু্রে পাঠানো হয়। বাকী পাঁচজন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা আশঙ্কামুক্ত। 

শহিদ

×