ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

বদলগাছীর প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন

ঐতিহাসিক হলুদ বিহার এখন গবাদি পশুর চারণভূমি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ

প্রকাশিত: ০০:৩৬, ৭ নভেম্বর ২০২৪

ঐতিহাসিক হলুদ বিহার এখন গবাদি পশুর চারণভূমি

প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলুদ বিহার

বদলগাছী উপজেলায় গরু ছাগলের অন্যতম চারণভূমিতে পরিনত হয়েছে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক হলুদ বিহার। বিহারের ওপর গো-ছাগলের মলমুত্রে বসার জায়গা অপরিষ্কার হয়ে পড়েছে। বিশ্ব ঐতিহ্যের প্রাচীন নিদর্শনের আলোচিত এক নাম ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার। পাহাড়পুরের অদূরে অবস্থানরত আরও একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে ঐতিহাসিক হলুদ বিহার। এই হলুদ বিহারের নিচে জায়গা জমি দিনে দিনে বেদখল হয়ে যাচ্ছে।

অবৈধ দখলের কারণে দর্শনার্থীরা বিহারের ওপর উঠতে বিড়ম্বনার শিকার হচ্ছে। এমনকি বিহারে উঠার রাস্তা পর্যন্ত দখল হয়ে গেছে। পাহাড়পুর দেশ বিদেশ থেকে দর্শনার্থী, পর্যটক ঘুরতে এসে তাদের দৃষ্টিকারে হলুদ বিহারের ওপর। দর্শনার্থীরা ঘুরতে এসে হলুদ বিহার দেখে হতবাক হয়ে পড়েন। এখানে রক্ষণা-বেক্ষণের জন্য কোনো সরকারি জনবল নেই। বিহারের জায়গা বেদখল হয়ে যাচ্ছে। বিহারটি যেন গো ছাগল চড়ানোর চাতালে পরিণত হয়েছে। বারবার কর্তৃপক্ষের কর্তা ব্যক্তিরা হলুদ বিহার দেখতে এসে ঘোষণা করেন সুরক্ষা বেষ্টনী নির্মাণের কিন্তু বাস্তবে তাঁদের কোনো উদ্যোগ দেখা যায় না।

এখানে কোনো জনবল নেই জন্যই দিনের পর দিন এই বিহার অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। পাহাড়পুর বৌদ্ধ বিহার কাস্টোডিয়ান জানান, হলুদ বিহারের অবৈধ দখল উচ্ছেদে বারবার উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়ে কোনো সহযোগিতা পাইনি। প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানাকে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

×