ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

হাজারী লেন কাণ্ড, ৪৯ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০০:০৫, ৭ নভেম্বর ২০২৪; আপডেট: ০০:২৩, ৭ নভেম্বর ২০২৪

হাজারী লেন কাণ্ড, ৪৯ জনের বিরুদ্ধে মামলা

যৌথ বাহিনীর অভিযান

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসকন বিরোধী একটি পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামের হাজারী লেনে বিক্ষোভ এবং পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায়  ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০০-৬০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বুধবার রাতে এ মামলা দায়েরের তথ্য জানান সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ)  কাজী মো. তারেক আজিজ। এর আগে বিকালে নগর পুলিশের সংবাদ সম্মেলনে উপকমিশনার (ক্রাইম) রইছ উদ্দিন দাবি করেছিল হাজারী লেনের ঘটনায় ইসকন সমর্থকরা জড়িত।

বুধবার রাতে সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ)  কাজী মো. তারেক আজিজ জানান, ৪৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৫-৬শ জনকে। তিনি আরও জানান, আটক ৮২ জনের মধ্যে ৪৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ৩৩ জনকে যাচাই-বাছাই করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে পুলিশ জানিয়েছিল ৮২ জনকে আটক করা হয়েছে।

অপরদিকে, ইসকনের পক্ষ থেকে জানানো হয় এ ধরনের ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। সেইসঙ্গে নিরীহ জনসাধারণ যেন কোনো হয়রানির সম্মুখীণ না হয়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে ধর্মীয় এ সংগঠনটি। এরপর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ চট্টগ্রামের হাজারী গলি এলাকার অনাকাঙ্খিত ঘটনা নিয়ে নিরীহ জনগণ যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে বিবৃতি দেন। 

সংবাদ সম্মেলনে পুলিশ যা জানিয়েছে ॥ বুধবার  বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির উপ-কমিশনার (ক্রাইম) রইছ উদ্দিন জানান, হাজারী লেনের ঘটনায় উচ্ছশৃঙ্খল জনতা ওসমান আলীকে অবরুদ্ধ করে এক পর্যায়ে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের ওপর হামলা করে। তিনি দাবি করেন, পুলিশের ৯ জন আহত হয়েছে, এরমধ্যে একজন এসিড আক্রান্ত। তাকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর ৫ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে ৮২ জনকে আটক করা হয়েছে। কোতোয়ালী থানায় এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সিএমপির এ কর্মকর্তা জানান, যেহেতু ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক লোককে আটক করেছি, তাই সেখানের কার কোথায় সম্পৃক্ততা রয়েছে তা যাচাই বাছাই চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যেহেতু আক্রমণ হয়েছে তাই বাদী আইনশৃঙ্খলা বাহিনী হবে মামলার। যার পোস্ট দিয়ে ঘটনা ওই ওসমান আলী পুলিশের হেফাজতে আছে।

হাজারী লেন বৃহত্তর চট্টগ্রামের অন্যতম ওষুধের পাইকারী মার্কেট। সেখানের দোকান সিলগালা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, দোকান বন্ধ করার কোনো নির্দেশনা নেই । তবে নিরাপত্তার স্বার্থে, পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপতৎপরতাকারী যাতে সেখানে নাশকতা, লুটপাট করতে না পারে এজন্য কিছু দোকান বন্ধ রাখার নির্দেশনা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে। সেখানের নিরাপত্তা জোরদার করার জন্য সেখানে যৌথবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটা জানা গেছে,  জয় শ্রী রাম বলে স্লোগান দিয়েছে, ফেসবুকে যে প্রচার-প্রচারণা এবং আমাদের যে গোয়েন্দা তথ্য সবকিছু বিচার বিশ্লেষণ করে এখন পর্যন্ত জানতে পেরেছি-ইসকন সমর্থকরাই এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। সেখানে জুয়েলারির দোকান থেকে এসিড নিক্ষেপের ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে, তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা, কোনো গোষ্ঠীর ইন্ধন রয়েছে কিনা তা গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, শান্ত নগরীকে যারা বিশৃঙ্খল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম সবসময় চলমান রয়েছে। একটি ইস্যুকে তৈরি করে সেখানে অস্থিতিশীল অবস্থা তৈরি করেছে, সেটি বাণিজ্যিক এলাকা। এজন্য সেখানে পুলিশ ও আইনশৃঙ্খলা উপস্থিতি রয়েছে। আমরা সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে। কোনো ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে যাতে কোনোধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা না করা হয় এজন্য আমরা তৎপর রয়েছি। এটা পূর্ব পরিকল্পিত নাকি তাৎক্ষণিকভাবে করা হয়েছে তা তদন্ত পরবর্তী জানা যাবে।

এ ঘটনায় কেউ যদি ওসমান আলীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে, তাহলে ওসমান আলীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিব। ওসমান আলীর পোস্ট নিয়ে তার উদ্দেশ্য কি ছিল তা তদন্ত করা হচ্ছে।

ইসকন যা বলেছে ॥ এদিকে ৫ নভেম্বরে হাজারী লেনে ঘটে যাওয়া সহিংস ঘটনার প্রেক্ষিতে ইসকন বিবৃতি দিয়েছে। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঘটে যাওয়ার সহিংস ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। আমরা এধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং স্পষ্টভাবে জানাতে চাই যে, ইসকন বাংলাদেশ একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন, যা সারা বিশ্বের মতো বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা ও মানবকল্যাণে নিবেদিত।

বিবৃতিতে বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভুর সর্বজীবে দয়া, প্রেম, সেবা ও অহিংস নীতির বাণী অবলম্বন করে ইসকন বাংলাদেশের কৃষ্ণভাবনামৃত প্রচার করছে। জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই ঈশ্বরের সৃষ্টি এবং পরস্পরের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা প্রদর্শনই আমাদের নীতি। এজন্য ইসকন দুর্যোগকালে আর্তজনের মধ্যে উদারতার সহিত ত্রাণকার্য ও সামাজিক সহায়তা পরিচালনা করে আসছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। 

সম্প্রতি চট্টগ্রামের হাজারী লেনে সংঘটিত হামলা-ভাংচুরসহ অনাকাঙ্খিত ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এসকল ঘটনার সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। এধরনের অবাঞ্ছিত ঘটনা রোধে পর্যাপ্ত সময় পূর্বে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকার ও প্রশাসনকে সবিশেষ অনুরোধ জানাচ্ছি এবং সেইসঙ্গে নিরীহ জনসাধারণ যেন কোনো হয়রানির সম্মুখীণ না হয়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। 

সরকারের প্রতি আমাদের বিশেষ আহ্বান, তারা যেন যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করেন এবং যেকোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রবাহ রোধে ব্যবস্থা গ্রহণ করেন। ইসকন বাংলাদেশের সমুজ্জ¦ল ভাবমূর্তি অক্ষুন্ন রাখার ক্ষেত্রে সরকারসহ সর্বমহলের ঐকান্তিক সহযোগিতা প্রার্থনা করছি। ঐক্য পরিষদ যা বলেছে।

৬ নভেম্বর রাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক হিন্দু ধর্মীয় সংগঠন ইসকনের ভাবমূর্তি ক্ষুণ্ণের মাধ্যমে হিন্দু ধর্মীয় জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাতজনিত ফেসবুক পোস্ট ও এর শেয়ারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পরিষদ একইসঙ্গে একে কেন্দ্র করে হাজারী গলি এলাকায় সংঘটিত হামলা, ভাঙচুরসহ অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার এবং যেকোনো ধরনের বিভ্রান্তিরকর তথ্য প্রবাহ রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। নিরীহ জনসাধারণ যাতে কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হয় সে ব্যাপারেও সরকার ও প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানায় ঐক্য পরিষদ।

শহিদ

×