সভাপতি ও সম্পাদক।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নড়াইল জেলা কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলামের ছেলে মুফতি তালহা ইসলামকে সভাপতি ও কালিয়ার মুফতি শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নড়াইল শাখার মতবিনিময় সভা শেষে কমিটি ঘোষণা করেন দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুফতি মিরাজুল হক, মাওঃ ইকরামুল হক, মাওঃ রিয়াজুল হক, মুফতি মঈনুদ্দিন, মাওঃ হাফিজুর রহমান, কবির হোসেন, মাওঃ জিল্লুর রহমান, মুফতি আব্দুল হালিম, মাওঃ আরিফুজ্জামান, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ তাওহিদুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মাওঃ সেকেন্দার শেখ, মাওঃ আয়াতুল্লাহ, মুফতি নুর আলম, মাওঃ ইনায়েত হোসেন, মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল সরদার, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ উবাইদুল্লাহ, মাওঃ আশরাফ আলী, প্রচার সম্পাদক হাফেয মাওঃ ইনামুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মুফতি আঃ কাদের গওহরী, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা মেছবাউল ইসলাম, সহ অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ মাওঃ আইনুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওঃ বাহুলুল, সমাজসেবা বিষয়ক সম্পাদক মাওঃ মুজাহিদুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি আবুজর সহ অন্যান্যরা।
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসাবে মুফতি তালহা ইসলামের নাম ঘোষনা করা হয়। নড়াইল জেলার উলামা-মাশায়েখ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মাথে মতবিনিময় সভায় আহবায়ক মুফতি তালহা ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী।
মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, মানিকগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা শামসুল আরেফীন সাদী, বেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী সহ অনেকে। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিয়াদ