ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের তদাকরিতে এক প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২১:০৩, ৬ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের তদাকরিতে এক প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা বড় বাজার ফেরী ঘাট রোডে বিভিন্ন অনিয়মের অভিযোগে মেসার্স জনি স্টোরকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার বেলা ১১ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ওই প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা টাস্কফোর্স কমিটির তদারকিকালে জরিমানা করা হয়।

অর্থদন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটিতে অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ মুল্যবিহীন পণ্য এবং শিশুখাদ্য বিক্রয় করাসহ নানা অপরাধে প্রতিষ্ঠানটির মালিক হামিদুর রহমান জনিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১, ৫১, ৫৫ ধারায় চার লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের ০৬টি গোডাউন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, ভোক্তা অধিকার জেলা টাস্কফোর্স কমিটির তদাকরিতে মেসার্স জনি স্টোরে অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, কয়েক বছর আগে একই অপরাধে লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু তিনি এর পরেও সংশোধন না হয়ে তার নকল ভেজাল শিশুখাদ্যের ব্যবসা আরও অধিকতরভাবে চালিয়ে যাচ্ছিলেন। তিনি মেহেরপুর, ঝিনাইদহ জেলাসহ সকল উপজেলাগুলোতে এই নকল ভেজাল মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য ডিলার হিসেবে সাপ্লাই দেন।

ভেজাল শিশুখাদ্যগুলো জেলা দোকান মালিক সমিতি, চেম্বার অফ কমার্স, সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধি সচেতন ভোক্তাদের উপস্থিতিতে টাস্কফোর্স কমিটির মাধ্যমে ধ্বংস করা হবে। এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। একই সাথে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, নিরাপদ খাদ্য প্রতিনিধি, চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়িক নেতৃবৃন্দ সেনাবাহিনীর একটি টিম।

 

×