ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

মহেশপুর সীমান্ত থেকে এক মানবপাচারকারীসহ ৬ জনকে আটক করেছে বিজিবি

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ০৬ নবেম্বর ॥

প্রকাশিত: ২০:২২, ৬ নভেম্বর ২০২৪

মহেশপুর সীমান্ত থেকে এক মানবপাচারকারীসহ ৬ জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক মানবপাচারকারীসহ ৬জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে সীমান্তের ৫৫/এ এস পিলারের পাশ থেকে সামন্তা বিওপির বিজিবি সস্যরা তাদেরকে আটক করে। আটককৃতরা হলো, ঢাকা যাত্রাবাড়ির গেন্ডারিয়া ইউনিয়নের পশ্চিম যাত্রবাড়ি গ্রামের চান খানের ছেলে মঞ্জু খান (৪৬)। চাঁদপুর জেলার মতলবপুর থানার সুজাতপুর গ্রামের মরিয়ম বেগম (৩১), নরসিংদী জেলার পলাশ থানার রুবিনা আক্তার (৩৬), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার নিশি (২০), ঢাকা রামপুরার রুমি আক্তার (২৫) ও ঢাকা নবাবগঞ্জ গালিমপুরের লাবনী রুমি আক্তার (৩৪)।
মহেশপুর ৫৮ বিজিরি কোমান্ডিং অফিসার লে.কর্নেল আজিজুস শহিদ জাানান,  তারা নিজস্ব গেয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন কিছু লোক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে সামন্তা বিওপির বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারকারি মঞ্জু খানসহ ৬ জনকে আটক করে। মঞ্জু খানের নামে মুগদা, কেরানিগঞ্জ পাচলাইশ মডেল খানায় মানবপাচার প্রতিরোধ দমন আইনে একাধিক মামলা রয়েছে। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

×