বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘পাবনার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা, শেখ রেহেনা,সজিব ওয়াজেদ জয় ও ববি মিলে ৫৮ হাজার কোটি টাকা চুরি করেছে শেখ হাসিনা পরিবার। চুরি করা ৫৮ হাজার কোটি টাকা দিয়ে ৩ টি পদ্মা সেতু করা যেত। খালেদা জিয়ার আমলে যখন পদ্মা সেতু করার পরিকল্পনা গ্রহন করা হয়েছিল তখন নির্মাণ ব্যায় ধরা হয়েছিল ১০হাজার ৫ শত কোটি টাকা কিন্তু সেই পদ্মা সেতুই নির্মাণ করা হয়েছে ৩২ হাজার কোটি টাকায়। হাজার হাজার কোটি টাকা চুরি করেছে এই পদ্মা সেতু থেকে।’ বুধবার সন্ধ্যায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের মাঠে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০১৮ সালের নির্বাচনে শেখ হাসিনা বলেছিল, ‘আমাকে ভোট দিলে ১০ টাকায় চাল খাওয়াবো, কিন্তু এখন ৭০ টাকা কেজি দরে চাল খাচ্ছি। যিনি কথা দিয়ে কথা রাখে না তিনি মোনাফেক। তিনি বিনামূল্যে সার দেওয়ার কথা ছিল, মানুষ তাতো পেলোইনা উল্টো ১৪শ’ টাকা দিয়ে কিনতে হয়। এস আলম গ্রুপ দেশ থেকে এক লক্ষ কোটি টাকা পাচার করেছে। এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে।, তিনি সবাইকে দেশ থেকে পালিয়ে যাওয়া নেত্রীকে বাদ দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দলের পতাকা তলে সমবেত হয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহিদ মাতুব্বরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খন্দকার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. আবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক এ্যাড. আবুল হোসেন।
রাজু