ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

আমন ক্ষেতে ইঁদুরের আক্রমণ! দুশ্চিন্তাই কৃষক

নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা)

প্রকাশিত: ১৯:৪৭, ৬ নভেম্বর ২০২৪

আমন ক্ষেতে ইঁদুরের আক্রমণ! দুশ্চিন্তাই কৃষক

ভোলার লালমোহন উপজেলার আমন ধানের ক্ষেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। কীটনাশক এবং ফাঁদ ব্যবহার করেও ইঁদুরের আক্রমণ ঠেকাতে পারছেন না তারা। ক্ষেতের ধান গাছ কেটে সাবাড় করে দিচ্ছে ইঁদুর।

আমন ধানের ক্ষেতে ইঁদুরের এমন বেপরোয়া আক্রমণে এখন রীতিমতো কৃষকদের মাথায় হাত পড়েছে। আমন ক্ষেতে ইঁদুরের এমন আক্রমনে দুশ্চিন্তাই রয়েছেন কৃষকরা।

সরেজমিনে লালমোহন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠজুড়ে কেবল সবুজের সমারোহ। তবে সেই সবুজের বুকে কেউ যেন ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে, ইঁদুরের আক্রমণে দূর থেকে আমনের ক্ষেতে চোখ পড়লে এমনটাই মনে হচ্ছে।

কৃষকরা ইঁদুর দমন করতে নানা ধরনের ওষুধ ফাঁদ ব্যবহার করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। ক্ষেতে ধান গাছের অবস্থা ভালো হলেও শেষ পর্যন্ত ইঁদুরের এমন বেপরোয়া আক্রমণে ফলনের ক্ষতির চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।

উপজেলার কালমা ইউনিয়নের নম্বর ওয়ার্ডের কৃষক মো. হানিফ বয়াতি এবং রেজাউল করিম সোহাগ বলেন, মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারণে আমন ধানের বীজতলা কয়েকবার নষ্ট হয়ে গেছে। তবুও বিভিন্নভাবে চারা সংগ্রহ করে নির্ধারিত জমিতে আমনের আবাদ করেছি। তবে সেই ধানে এখন ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে ইঁদুর।

পোকার চেয়েও আমরা এখন বেশি ইঁদুর আতঙ্কে রয়েছি। ক্ষেতে ইঁদুর আক্রমণ করে ধান গাছ কেটে ফেলছে। নানা ধরনের ওষুধ আর ফাঁদ ব্যবহার করেও ইঁদুরের এই আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। এতে করে কাক্সিক্ষত ফলন না পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি।

একই ইউনিয়নের নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার কৃষক মো. সেলিম জানান, বিগত বেশ কয়েক বছর ধরেই আমি ধানের চাষ করছি। বছর ১২০ শতাংশ জমিতে আমন ধানের চাষ করেছি। তবে যখনই ধান গাছগুলো বড় হয়ে উঠতে শুরু করেছে তখনই বেপরোয়াভাবে ওইসব ধান গাছে আক্রমণ চালাচ্ছে ইঁদুর।

এসব ইঁদুর গাছ কেটে টুকরো টুকরো করে ফেলে। আমার ১২০ শতাংশ জমির মধ্যে অন্তত ৩০ শতাংশ জমির ধান গাছই ইঁদুরে কেটে ফেলেছে। নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি। কৃষি অফিস থেকে পরামর্শ নিয়েও এই ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না।

লালমোহন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবছর ২৩ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে অতিবৃষ্টিতে ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।

সবশেষ এবার লালমোহন উপজেলায় ২৩ হাজার ৪০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। হিসেবে অনুযায়ী লক্ষ্যমাত্রার চেয়েও বছর ২০০ হেক্টর জমিতে কম আমন আবাদ হয়েছে।

বিষয়ে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাচনাইন বলেন, ফসলের মাঠে ইঁদুর একটি জাতীয় সমস্যা। প্রতিবছরই ইঁদুর অনেক ফসলের ক্ষতি করে। কৃষকরা ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা পেতে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সভার মাধ্যমে কৃষকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা করে থাকি।

×

শীর্ষ সংবাদ:

ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে, মানতে বাধ্য ভারত: ড. ইউনূস
আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে