ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

গণঅধিকার পরিষদের ন্যায্য মূল্যের দোকান

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১৮:৫৭, ৬ নভেম্বর ২০২৪

গণঅধিকার পরিষদের ন্যায্য মূল্যের দোকান

ন্যায্যমূল্যের বাজার

বাজার সিন্ডিকেট ভাঙতে বরিশালের বাকেরগঞ্জে ন্যায্যমূল্যের বাজার চালু করেছে গণঅধিকার পরিষদ। বিশেষ এ বাজারে বিনা লাভে শাক-সবজি পিঁয়াজ রসুন বিক্রি করা হচ্ছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল ৯ টায় বাকেরগঞ্জ সদর রোড এসপি মার্কেটের সামনে সড়কের ফুটপাতে  গণঅধিকার পরিষদের আয়োজনে এই বাজার চালু করা হয়েছে। এর আগে তারা একটি পিকআপ ভ্যানে করে উপজেলার বিভিন্ন স্থানে সবজি বিক্রয় করে আসছে। 

গণঅধিকার পরিষদ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান মানিকের নেতৃত্বে এই কাঁচা বাজারের দোকান চালু হয়েছে। ন্যায্য মূল্যের শাক সবজি পাওয়ায় ক্রেতাদের রয়েছে উপচে পড়া ভিড়। সড়কের পাশে দোকান হওয়ায় পথচারীরা বিভিন্ন রকমের সবজি ক্রায় করছে এই দোকান থেকে। 

গণঅধিকার পরিষদ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান বলেন, আমরা উপজেলার বিভিন্ন এলাকায় গাড়িতে করে বাজার নিয়ে মানুষের চাহিদা অনুযায়ী বিক্রি করছি। এখন সড়কের পাশে দোকান দিয়েছি। কাঁচা বাজারের অস্থিরতায় মানুষ যখন অতিষ্ঠ তখন মানুষের জীবনযাত্রার খরচ কমাতে আমরা এই উদ্যোগ নিয়েছি।

কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজির যে দাম পায় তার চেয়ে কয়েকগুণ লাভ করেন মধ্যস্বত্বভোগীরা। যাদের আমরা ‘সিন্ডিকেট’ নামে চিনি। এই সিন্ডিকেট ভেঙে দিতেই গণঅধিকার পরিষদের এমন উদ্যোগ। 

শহিদ

×