ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

দীর্ঘ একমাস পর বৃহস্পতিবার থেকে খুলেছে বান্দরবান ভ্রমন

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৬ নভেম্বর

প্রকাশিত: ১৮:৫২, ৬ নভেম্বর ২০২৪

দীর্ঘ একমাস পর বৃহস্পতিবার থেকে খুলেছে বান্দরবান ভ্রমন

পার্বত্য বান্দরবানে দীর্ঘ একমাস বন্ধ থাকার পর আগামী নভেম্বর থেকে পর্যটকদের জন্য ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। সীমিত পরিসরে নীলগিরিসহ বান্দরবান সদর, আলীকদম, লামা, নাইক্ষ্যংছড়ি চারটি উপজেলার দর্শণীয় পর্যটন স্পটগুলো ভ্রমণে পর্যটকদের জন্য বিধিনিষেধ উন্মুক্ত করা হয়।

বুধবার বেলা বারোটায় বান্দরবান জেলা প্রশাসন কনফারেন্সরুমে প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন ঘোষণা দেন।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ্ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জরুল হক, সেনাবাহিনী কর্মকর্তা, ডিজিএফআইয়ের কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা, এনএসআই কর্মকর্তা, বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা রেষ্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, ট্যুরিস্ট জীপগাড়ী মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

×