“আসুন যতটুকু প্রয়োজন, ততটুকু কিনি” এই শ্লোগানে বাগেরহাটের চিতলমারী উপজেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বসানো হয়েছে বিনা লাভের দোকান। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রধান ফটকে প্রতি শনি ও বুধবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই দোকান খোলা রাখছেন শিক্ষার্থীরা।
এই বিনা লাভের দোকানে ১ কেজি ডাল, ১ হালি ডিম, ১ কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন ও ১ কেজি কাঁচা মরিচ বিক্রি করা হচ্ছে। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্রেতারা বলেন, আগামীর ভবিষ্যত দেশের ছাত্র সমাজ। দেশের দরিদ্র, হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের সেবায় ছাত্র সমাজের এই কাজ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসার।
হাসান