সোনারগাঁয়ের ব্যবসায়ী জাহিদুল রহমান স্বপনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে তার পরিবার ও স্থানীয় শিক্ষার্থী মানববন্ধন করেছেন। বুধবার সকালে সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রেপ্তারকৃত জাহিদুল রহমান স্বপনের ছেলে জাওয়াদ, শিক্ষার্থী মারিয়া আক্তার, মো. তানভির মিয়া, মো.সিয়াম, মো. জুনায়েদ খাঁন, মো. সৌরভ মিয়া, মো. আবির হোসেন ও নওরিন আক্তার প্রমুখ।মানববন্ধনে গ্রেপ্তারকৃত স্বপনের ছেলে জাওয়াদ বলেন, ২০১৮ সালে একটি কোম্পানির মালিকের পক্ষ হয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সোনারগাঁ থানার সাবেক ওসি মোরশেদ আলম ও এসআই সাধন চন্দ্র বসাক তার বাবা জাহিদুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে নির্যাতন করেন। নির্যাতনের ঘটনায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ওসি ও এসআই কারাভোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার বাবাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামী দেখিয়ে তাদের অনুসারী র্যাব-১১ এর সদস্যদের দিয়ে গ্রেপ্তার করিয়ে আদালতে পাঠায়। আদালতে ৭ দিনের রিমান্ড চাইলে ৩দিনের রিমান্ড মঞ্জুর করে।
তিনি আরোও বলেন, বিরোধপূর্ন জমি পুনরায় দখলের জন্য ওই কোম্পানির লোকজন ওসি মোরশেদ আলম ও সাধন বসাক এর ক্ষমতার অপব্যবহার করে টাকা দিয়ে গ্রেপ্তার করে ফাঁসিয়েছেন। মোবাইল ট্র্যাকিং করলেই প্রমাণ হয়ে যাবে ছাত্র আন্দোলনে তিনি ছিলেন কিনা। এমনকি আন্দোলনের সময় কোন ছবি বা ভিডিওতে তার বাবাকে দেখাতে পারবে না। তার বাবার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি দাবি করেন।
রাজু