ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

গফরগাঁওয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা

নিজস্বসংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ১৬:৫৩, ৬ নভেম্বর ২০২৪

গফরগাঁওয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা

কর্মশালা

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের (প্রত্যাশা-২) অধীনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ময়মনসিংহ এমআরএসসির সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন নাহিন রহমান। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ নাসিম উদ্দিন । বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মতিউর রহমান, গফরগাঁও থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম সরকার, প্রবাসী কল্যাণ ব্যাংক গফরগাঁও শাখার ব্যবস্থাপক মোঃ খায়রুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর এ আলম ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সৌদি আরব ফেরত অভিবাসী বিলকিস ও ইকবাল প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও রুবাইয়া ইয়াসমিন বলেন, "ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বর্তমানে প্রত্যাশা-২ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে গফরগাঁওয়ের মানুষ বিদেশে অনিরাপদভাবে যাবার করুণ পরিণতি সম্পর্কে জানতে পারছে, সচেতন হচ্ছে। পাশাপাশি বিদেশ-ফেরত ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পুনরেকত্রীকরণের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ব্র‍্যাক। আমরা সবাই মিলে বিপদে পড়া বিদেশ-ফেরতদের পাশে থাকবো।" নিজ বক্তব্যে তিনি বিদেশে যাওয়ার আগে সেই দেশের ভাষা শিক্ষা ও দক্ষ হয়ে বিদেশ যাওয়ার ওপরে গুরুত্বারোপ করেন।

রাজু

×