ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করার আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৬:২৭, ৬ নভেম্বর ২০২৪

নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করার আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

সেমিনার

নতুন উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য বাজারজাতে সার্বিক সহযোগিতা করতে ব্যবসায়ী সংগঠনকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

বুধবার রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এ সেমিনারের আয়োজন করে।  

বিভাগীয় কমিশনার বলেন, দেশের অর্থনীতির প্রাণ ব্যবসায়ীরা। দেশের অর্থনীতিতে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক শিল্প কারখানায় শিশু শ্রম বন্ধ করতে হবে। প্লাস্টিক ব্যবহার বন্ধে সকলকে নিরুৎসাহিত করতে হবে। একই সাথে পাটজাত সামগ্রী ব্যবহারের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। নামজারি, ট্রেড লাইসেন্স, ভূমি ছাড়পত্রসহ সকল কার্যক্রমে নাগরিক সেবার বিষয়টি অগ্রাধিকার রাখতে হবে।

ফুড সেইফটির বিষয় উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থা অনুসরণ করে ব্যবসা পরিচালনা করতে হবে। এ সময় স্ট্রিট ফুড ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানতে তাদের নির্দেশনা প্রদান করেন তিনি। সেমিনারে উন্মুক্ত আলোচনায় ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন।

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাসুদুর রহমান রিংকু সভাপতিত্বে আয়োজিত সেমিনারে আলোচক ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মোহাম্মদ নইমুল আহছান ভুঁইয়া, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক কবির হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর আলম, উপ-প্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে রাজশাহী রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি সাদরুল ইসলাম, ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা লিপি, নাবিল গ্রুপের কৃষিবিদ জাহিদুল ইসলাম, চেম্বারের সাবেক সভাপতি আবু বাক্কার আলী, রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু প্রমুখ।  রাজশাহী চেম্বারের সহ-সভাপতি সুলতান মাহমুদের সঞ্চালনায় সেমিনারে রাজশাহী চেম্বারের পরিচালকবৃন্দ ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজু

×