মানববন্ধন
রাণীশংকৈলে বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪-২৫ অর্থ বছরের পথ্য সরবারহ, স্টেশনারি সরবরাহ ও লিলেন ধোলাই এর ঠিকাদার নিয়োগে পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচ) ডাঃ আব্দুস সামাদ চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়ম সহ দূর্নীতি, টেন্ডারবাজি ও ঘুষ গ্রহণের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় ঠিকাদার ও এলাকাবাসী।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ঠিকাদার আব্দুল করিম, মনির হোসেন, মাসুদ রানা, সোলেমান আলী,আব্দুল মান্নান ও শরিফ মিলার সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ প্রমূখ।
বক্তারা বলেন, যেখানে পাবলিক প্রকিউরসেন্ট আইন ২০০৬ ও ২০০৮ মোতাবেক সর্বনিম্ন দরদাতা হিসেবে ঠিকাদার নিয়োগে করতে হবে। সেখানে টিএইচ ডাঃ আব্দুস সামাদ চৌধুরী মোটা অংকের উৎকোচ নিয়ে সর্বনিম্ন দরদাতা ৭ম জন জইনুল ঠিকাদার কে নিয়োগের জন্য টালবাহানা করছেন। যার বাসা উপজেলা থেকে ৩০ কি.মি দূরে। রাতের আঁধারে রেজুলেশন লিখে সই স্বাক্ষর নিচ্ছেন, এভাবেই ঠিকাদার নিয়োগে দীর্ঘ সময় কালক্ষেপণ করছেন যেনো তিনি অর্থ লোপাটের সুযোগ পান। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আব্দুস সামাদ চৌধুরী সহ যারা ঘুষ লেনদেনের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
নোমান / তাজিন