বিশ্ব ইজতেমা ময়দান।
রাজধানীর সোহরাওয়ার্দীতে তাবলীগ জামাতের সমাবেশের পর আগামীকাল সাদ গ্রুপের পাল্টা সংবাদ সম্মেলন ডাকা নিয়ে এক উত্তেজনাকর পরিস্থিতিতে টঙ্গী ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জোবায়ের গ্রুপ। গতকাল মঙ্গলবার রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গিয়ে এমন অবস্থা দেখা যায়। ইজতেমা ময়দানের মূল ফটক বন্ধ করে জোবায়ের গ্রুপ আগের চাইতে পাহারা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করেছে।
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান আগে থেকেই জোবায়ের গ্রুপের নিয়ন্ত্রণে রেখে তাবলীগী প্রচারণা চালাচ্ছেন তারা। জোবায়ের গ্রুপের মিডিয়া সেল সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জনকণ্ঠকে বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে।’
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘ইজতেমা ময়দানে নিরাপত্তার কোন ঝুঁকি না থাকলেও পুলিশ সতর্ক আছে।’
মঙ্গলবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আলেম ওলেমাগণের জোবায়ের গ্রুপ ৯ দফা দাবিসহ মাওলানা সাদের বাংলাদেশে আসা নিষিদ্ধের দাবি জানায়। অপরদিকে মাওলানা সাদকে যে কোন উপায়ে বিশ্ব ইজতেমায় উপস্থিত করা নিয়ে আজ বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে সাদ গ্রুপের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, আগামী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এম হাসান