পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপি নেতা নিরাঞ্জন সহ ৩ জনকে গ্রেফতার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপি নেতা নিরাঞ্জন সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের টিকুরি বাড়ী গ্রামের নিজ বাড়ী থেকে কোটালীপাড়া থানা পুলিশ নিরাঞ্জন ওঝাকে গ্রেফতার করে।
নিরাঞ্জন ওঝা টিকুরি বাড়ী গ্রামের নিত্যানন্দ ওঝার ছেলে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।
গ্রেফতারকৃত অন্যরা হলেন উপজেলার পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে সুজন ওঝা (৩০) ও তারাশী গ্রামের মস্তফা শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৫)।
মামলাসূত্রে জানাযায়, পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে প্রবাসী সুজিত ওঝা (২৫) উপজেলার ফেরধারা গ্রামের স্কুল পড়ুয়া এক ছাত্রীর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।
এই ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে গত মঙ্গলবার (৫ নভেম্বর) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সুজিত ওঝাসহ ৭ জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় বিএনপি নেতা নিরঞ্জন ওঝাসহ ৩ জনকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেফতার করে।
ওই ছাত্রীর মা বলেন, আমার বাড়ির পাশে সুজিত ওঝার মামা বাড়ী। এ সুবাদে সুজিত ওঝার সাথে আমার মেয়ের পরিচয় ছিল। একসময় গোপনে সুজিত ওঝা আমার মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে বিদেশে গিয়ে সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এ ঘটনা জানাজানি হলে বিএনপি নেতা নিরাঞ্জন ওঝা মামলা না করতে আমাকে হুমকি দেয়। এরপর আমি নিরাঞ্জন ওঝাসহ ৭ জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করি। এই মামলায় পুলিশ ৩ আসামীকে গ্রেফতার করেছে। আমি দোষীদের উপযুক্ত শাস্তি দাবী করছি।
কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তাজিন