টাঙ্গাইলের ধনবাড়ীতে পলিথিন তৈরীর কারখানায় পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করে অর্থদন্ড প্রদান করে পলিথিন জব্দ করেছে ধনবাড়ী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(৫নভেম্বর)রাতে ধনবাড়ী পৌরসভার রূপশান্তি এলাকায় পলিথিন তৈরীর দুটি কারখানায় এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এঅভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা জানান, দুই কারাখানার মালিক কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১৯৯৫ অনুসারে ৯০ হাজার অর্থদন্ড প্রদান করা হয় এবং গুদামজাত পলিথিন জব্দ করা হয়। আগামী দিনেও এ অভিযানের ধারা অব্যহত থাকবে।
ধনবাড়ী থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
জাফরান