ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথবাহিনীর অভিযান: আটক ভুয়া ক্যাপ্টেন শাকিল

প্রকাশিত: ০০:৫৫, ৬ নভেম্বর ২০২৪; আপডেট: ০০:৫৮, ৬ নভেম্বর ২০২৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথবাহিনীর অভিযান: আটক ভুয়া ক্যাপ্টেন শাকিল

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শাকিল আহমেদ খান নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভবেরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। শাকিল গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের সারোয়ার আহমেদের ছেলে।

গজারিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার জানান, শাকিল নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন জাহিদ হাসান পরিচয় দিয়ে বিভিন্ন থানায় ফোন করে আসামি ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করতো। তার বিরুদ্ধে প্রতারণা অসংখ্য অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। 

এ বিষয়ে আটক শাকিল বলেন, আমার বাড়ি গজারিয়াতে হলেও আমি দীর্ঘদিন ঢাকাতে থাকি। ফোনে সুন্দর করে কথা বলতে পারায় একসময় আবাসন ব্যবসার নামে আমি প্রতারণা করতাম। সম্প্রতি আমি সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে ঢাকার মতিঝিল, রংপুর সদরসহ পাঁচটি থানায় ফোন করে আসামি ছেড়ে দিতে অনুরোধ করি।

গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শাকিলকে গজারিয়া থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এইচএমডি

×