ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

হত্যা মামলা

কক্সবাজার ও সিরাজগঞ্জে দুই ভাইসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৯, ৫ নভেম্বর ২০২৪

কক্সবাজার ও সিরাজগঞ্জে দুই ভাইসহ ৩ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজার ও সিরাজগঞ্জে দুই ভাইসহ ৩ জনের মৃত্যুদণ্ড

তিন জেলায় হত্যা মামলায় জড়িত থাকায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে কক্সবাজারে দুই ভাইকে মৃত্যুদণ্ড দেওয়ার সঙ্গে প্রত্যেকে ৫০ হাজা টাকা অর্থদ- এবং সিরাজগঞ্জে একজনকে মৃত্যুদ- ও সাতজনের যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। এছাড়া, হবিগঞ্জে হত্যার আসামিকে যাবজ্জীবন কারাদ-ে দ-িত করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। 
কক্সবাজারের চকরিয়ায় হত্যা মামলায় দুই ভাইকে মৃত্যুদ-, একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদ- দেওয়া হয়েছে। সোমবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইলাহী এ রায় ঘোষণা করেন। দ-িত আসামিরা হলেন- চকরিয়া বিএম চর বেতুয়া বাজার এলাকার মৃত আহমদ কবিরের দুই ছেলে জমির উদ্দিন ও আওরঙ্গজেব। দ-িতদের মধ্যে জমির উদ্দিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি আওরঙ্গজেব পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আবদুর রশিদ এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ আলম ও অ্যাডভোকেট মো. তাওহীদুল আনোয়ার মামলাটি পরিচালনা করেন।
২০১৩ সালের ২০ অক্টোবর চকরিয়া বিএম চর বেতুয়া বাজার এলাকার দলিলুর রহমানের পুত্র মনজুর আলমকে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে হত্যা করে। এ ঘটনায় নিহত মনজুর আলমের পিতা দলিলুর রহমান বাদী হয়ে জমির উদ্দিন ও আওরঙ্গজেবসহ ১৬ জনকে আসামি করে চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জ ॥ জেলার উল্লাপাড়ায় মা ও ছেলেকে হত্যার দায়ে মো. হাফিজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদ- ও সাতজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা অর্থদ- অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। মঙ্গলবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. এরফান উল্লাহ আদেশ দেন। যাবজ্জীবন কারাদ-প্রাপ্তরা হলেন- মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলাল (৫৫), মো. বাচ্চু মিয়া (৪৩), মো. দুলাল সরকার (৬০), মাসুদ উল্লাহ ওরফে রতন (৪০), রহমত উল্লাহ পান্না (৪৩), মো. রফিকুল ইসলাম (৬২) ও মো. বদিউজ্জামান (৬০)।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহিদা সুলতানা বিথি এসব তথ্য নিশ্চিত করেন। আধিপত্য বিস্তার নিয়ে ২০১৯ সালের ২৬ জুন সাবেক সেনা সদস্য আলতাব হোসেন মুকুল ও তার বৃদ্ধ মা রিজিয়া খাতুনকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৭ জুন নিহত আলতাব হোসেন মুকুলের স্ত্রী মোছা. শামীম আরা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আবু বক্কার সিদ্দিক ও সহকারী পিপি অ্যাডভোকেট জাহিদা সুলতানা বিথি। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট এসএম দেলোয়ার হোসেন মন্টু, অ্যাডভোকেট মো. আসিফ আজাদ (রাতুল) ও অ্যাডভোকেট সেরাজুল ইসলাম আকন্দ।  
হবিগঞ্জ ॥ জেলার বানিয়াচং উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই সহোদরের একজনকে যাবজ্জীবন ও অন্যজনকে এক বছর কারাদ- দেওয়া হয়েছে। যাবজ্জীবন ও এক বছরের দ-প্রাপ্ত ব্যক্তিরা হলেন- জেলার বানিয়াচং উপজেলায় চ-িপুর গ্রামের গুরুচরণ বিশ্বাসের ছেলে পরিমল বিশ্বাস এবং রথীন্দ্র বিশ্বাস। রায়ে পরিমলকে যাবজ্জীবন কারাদ-, এক লাখ টাকা অর্থদ-, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ- এবং রথীন্দ্রকে এক বছরের সশ্রম কারাদ-, এক হাজার টাকা অর্থদ- অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।

মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২) বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় দেন। বিকেলে  অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার তপন সিংহ এসব তথ্য জানান।  
রায় ঘোষণার সময় সাজার আদেশপ্রাপ্ত দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। খুন হওয়া ব্যক্তির নাম রঞ্জু বিশ্বাস। তিনি চ-িপুর গ্রামের মৃত লাল মোহন বিশ্বাসের ছেলে।

×