ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

রাণীশংকৈলে নেকমরদ-ধর্মগড় সড়ক প্রশস্তকরণের দাবি এলাকাবাসীর

নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৩:০৩, ৫ নভেম্বর ২০২৪

রাণীশংকৈলে নেকমরদ-ধর্মগড় সড়ক প্রশস্তকরণের দাবি এলাকাবাসীর

রাণীশংকৈল উপজেলার নেকমরদ - ধর্মগড় ব্যস্ততম সড়কটি দুর্ঘটনার ফাঁদে পরিনত হয়েছে।   সড়কটিতে দুর্ঘটনা যেনো নিত্যদিনের খবর। ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি আকারে সরু হওয়ায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের মানুষের আয়ের প্রধান উৎস কৃষি। কৃষি মৌসুমে প্রতিদিন বড় বড় ট্রাক সহ কৃষি পন্যবাহী বিভিন্ন যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে।

সরেজমিনে দেখা যায়, সড়কটি ১২ ফিট প্রস্থ হওয়ায় একটি গাড়ি অপর একটি গাড়ীকে ক্রসিং করতে ভোগান্তির শিকার হতে হয় ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এছাড়া এ সড়কের পাশে দুটি কলেজ সহ কয়েকটি প্রাইমারি স্কুল, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। রাস্তাটি বেহাল অবস্থা এবং সরু হওয়ার কারণে ছাত্র ছাত্রীদের সড়কে দুর্ঘটনার ভয় নিয়ে চলাচল করতে হয়।

নেকমরদ বাজারের বাসিন্দা শাকিল বলেন, সড়কটি প্রশস্ত করা খুব জরুরী হয়ে গেছে। খুব দ্রুত প্রশস্ত এ কাজটি করা উচিত। নাহলে দুর্ঘটনা বাড়তেই থাকবে। 

ধর্মগর ইউনিয়নের কাউন্সিল বাজার এলাকার হাবীব শান্ত  জানান যে, প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল করে। বিশেষ করে, যেকোনো কৃষি মৌসুমে যানবাহনের যাতায়াত এতটাই বেড়ে যায় যে বাচ্চাকে স্কুলে পাঠানোর সময় রাস্তা ছোট হওয়ার কারণে সবসময় ভয় ভয়ে থাকতে হয়। রাস্তাটি বড় হলে নিরাপদে যানবাহন চলাচল করতে পারবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট নেকমরদ, ধর্মগড় ও কাশিমপুর এ তিন ইউনিয়নের মানুষের দাবি সড়কটি যেনো ২৪ ফিট প্রসস্থ করা হয়।  
 

রাজু

×