ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

নীলফামারীতে নবনির্বাচিত জেলা জামায়াত আমিরের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২২:১৬, ৫ নভেম্বর ২০২৪; আপডেট: ২২:১৮, ৫ নভেম্বর ২০২৪

নীলফামারীতে নবনির্বাচিত জেলা জামায়াত আমিরের শপথ গ্রহণ

জেলা জামায়াত আমিরের শপথ।

নবনির্বাচিত নীলফামারী জেলা জামায়াতের নব নির্বাচিত আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) জেলা শহরের আল হেলাল একাডেমি চত্বরে জেলা জামায়াতের কার্যালয়ে মজলিসে শুরার অধিবেশনে ওই শপথ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম তাঁকে শপথবাক্য পাঠ করান।

এর আগে, গত ১৪ অক্টোবর নীলফামারী জেলা জামায়াতের কার্যালয়ে সদস্য (রুকন) সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য জেলা আমীর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ৮৫৩ জন রুকন। পরে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০২৫-২৬ কার্যকালের জন্য নির্বাচিত জেলা আমীর হিসেবে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের নাম ঘোষণা করেন।

অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সংসদ সদস্য পদপ্রার্থী। এর আগে তিনি ডিমলা উপজেলা জামায়াতের আমীর ও জেলা জামায়াতের নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পেশাগত ও রাজনৈতিক জীবনের বাইরেও তিনি উত্তরাঞ্চলের ইসলামীক বক্তা হিসেবে বেশ জনপ্রিয়। মাওলানা আব্দুস সাত্তার নীলফামারীর ডিমলা উপজেলার মেডিকেল মোড় এলাকার বাসিন্দা। শিাজীবনে বগুড়া আজিজুল হক সরকারী কলেজ থেকে ডিগ্রি, রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স এবং জয়পুরহাট হানাইল নেতমানীয়া কামিল মাদরাসা থেকে কামিল পাস করেন।

পরে সেখানে জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে মজলিসের সূরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক  মাহবুবুর রহমান বিলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর দিনাজপুর অঞ্চলের  টিম সদস্য অ্যাডভোকেট আব্দুল বাতেন ও  বিদায়ী জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশীদসহ প্রমুখ।

এদিকে, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম আগামী ৮ নভেম্বর নীলফামারী বড়মাঠে আয়োজিত কর্মী সম্মেলনস্থল পরিদর্শন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

×