বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক তিন মন্ত্রীসহ ২৬৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ মামলায় মোট ২৬৫ জনকে সুনির্দিষ্টভাবে এজাহারভুক্তসহ অজ্ঞাত পরিচয়ে আরও ৫শ’ থেকে ৬শ’ জনকে আসামি করা হয়েছে। সিএমপির সদরঘাট থানায় সোমবার রাতে মামলাটি দায়ের করেন মোমেন হোসেন জয় নামের এক ব্যবসায়ী। মামলার তথ্য নিশ্চিত করেছেন ওই থানার ওসি রমিজ আহমদ।
সদরঘাট থানা সূত্রে জানা যায়, মামলায় যে তিন সাবেক মন্ত্রীকে আসামি করা হয়েছে তারা হলেন- হাছান মাহমুদ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। মামলায় আসামিদের মধ্যে আরও রয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা, সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, আবদুচ ছালাম, মজিবর রহমান, মহিউদ্দিন বাচ্চু, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী প্রমুখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হামলার ঘটনা ঘটে গত ৪ আগস্ট সকাল ১১টা থেকে ৫ আগস্ট রাত ৯টা পর্যন্ত চট্টগ্রামের নিউমার্কেট এলাকায়। মামলার বাদী মোমেন হোসেন জয় ওই সময়ে সেখানে ছিলেন। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সিটি কলেজের সামনে থেকে ইসলামিয়া কলেজ মোড় পর্যন্ত এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। বাঁশের লাঠি, ইট পাথর, লোহার রড ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে হামলার পাশাপাশি তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় গুলিবর্ষণ এবং কিছু ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। এছাড়াও হামলাকারীরা আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের নানাভাবে হেনস্তা করে।