অসুস্থ হয়ে হাসপাতালে শিক্ষার্থীরা।
বরিশালের বাকেরগঞ্জে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার পরে বিদ্যালয়ের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ৭ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
টিকা দেওয়ার কিছুক্ষণ পরেই নবম শ্রেণির শিক্ষার্থী হামিদা, মাইশা, ফাতেমা, মিম,লামিয়া, মিম, লিমা বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করানো হয়। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক হাওলাদার বলেন, ‘সকাল ১১টার দিকে টিকাদান কার্যক্রম শুরু হয়। দুপুর ১ টার দিকে হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের দেখাদেখি আরও কিছু শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। অনেক শিক্ষার্থী সকালে খুব অল্প-পরিমাণে নাস্তা করে খালি পেটে ছিল সে কারণেও তারা টিকা দেয়ার পর অসুস্থ হতে পরে। আমি তাৎক্ষণিক তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।’