ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ঝিনাইদহে ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

প্রকাশিত: ২২:২৫, ৪ নভেম্বর ২০২৪

ঝিনাইদহে ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

৬ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদমর্যাদা প্রদানসহ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সড়ক অবরোধ কর্মসুচি পালন করেছে শিক্ষার্থীরা। ঝিনাইদহ বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ সোমবার কর্মসুচির আয়োজন করে। আন্দোলনকারী শিক্ষার্থীরা সকালে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি চত্তর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা

প্রশাসকের কার্যালয়ের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের অবস্থান নেয়। পরে তারা সড়কটি অবরোধ করে স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড প্রদান, সকল অনুষদের বিএসসি, এমএসসি বি-ফার্ম কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করা হয় তাদের দফা দাবির পক্ষে শ্লোগান দিতে থাকে।  এদিকে অবরোধের ফলে সড়কের দু-পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। ফলে ভোগান্তি তৈরি হয় যাত্রীদের।

প্রায় ঘন্টার সড়ক অবরোধ শেষে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি পুরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে তাদের আশ^াস দিলে তারা অবরোধ তুলে নেয়।

×