ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ঘনকুয়াশা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ০০:৩৬, ৪ নভেম্বর ২০২৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

ঘনকুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

ঘনকুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আসা যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়। তবে উভয় ঘাটে কোনো যানবাহন ফেরি পারের অপেক্ষায় নেই। 
রবিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা সরেজমিন ঘুরে দেখা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, শেষ রাত ৩:৪৫ মিনিটে ঘনকুয়াশায় ফেরি চলাচল ঝুঁকি হয়ে যায়। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর ৩:৪৫ মিনিটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে কুয়াশার ঘনত্ব কমিয়ে গেলে সকাল ৭:৩০ মিনিটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এদিকে দীর্ঘ সময় টানা ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ও যানবাহন চালকগণ কিছুটা দুর্ভোগে পড়েন।

এ সময় একাধিক চালক বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ হয়েছে। তবে একটি সময় এই নৌরুটে দিনের পরদিন ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে হতো। সেই দুর্ভোগ আর এখন নেই। পদ্মা সেতু দিয়ে যানবাহন নদী পারাপার শুরু হওয়ার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দুর্ভোগ বিদায় নিয়েছে। একটু প্রাকৃতিক সমস্যা হতেই পারে।  
কে-টাইপ কপোতী ফেরির মাস্টার বলেন, নাব্য ও ঘনকুয়াশার মধ্যে ফেরি চালানো অসম্ভব হয়ে যায়। সুতরাং কুয়াশায় থাকায় সকালের দিকে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে এখন কোনো সমস্যা নেই। ঘনকুয়াশায় প্রায় ৪ ঘণ্টা ফেরি বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কেঁটে গেলে পুনরায় সকাল সাড়ে ৭টার সময় থেকে ফেরি চলাচল শুরু করা হয়। 
তিনি বলেন, দীর্ঘ সময় প্রাকৃতিক সমস্যার কারণে ফেরি চলাচল বন্ধ থাকলেও ঘাটে কোনো যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় নেই। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতার ব্যাপারে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, নাব্য সংকট একটি চলমান সমস্যা। তবে নাব্য সংকট মোকাবিলা করার জন্য বিআইডব্লিউটিএ ড্রেজিং করছেন। তিনি বলেন, পানি শুকিয়ে যাওয়ার কারণে ফেরি চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে।

×