কুরআনে হাফেজ ও মাদ্রাসার দেশ বিদেশে উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিরা
লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী আইডিয়াল আলিম মাদ্রাসার যুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে কুরআনে হাফেজ ও অত্র মাদ্রাসার দেশ বিদেশে উচ্চ শিক্ষায় সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এতে হিফজুল কুরআন ৪০ নতুন হাফেজ ও দেশ বিদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ প্রাপ্ত ৩০ জনসহ মোট ৭০ জন বালক বালিকা শিক্ষর্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. এনায়েত উল্যাহ পাটওয়ারী। প্রধান আলোচক ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা উত্তর সেক্রেটারি জেনারেল ড. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা জামায়াত সেক্রেটারি ফারুক হোসেন নূর নবী, জামায়াত নেতা অধ্যক্ষ শায়েখ ইদ্রিস টুমচরী, হেফাজতে ইসলাম সেক্রেটারি মুফতি নুরুল আমিন কাসেমী, প্রেস ক্লাব সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাবেক সভাপতি ও জেলা জামায়াত ইসলামী রোকন আহম মোস্তাকুর রহমান, জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটন, ব্যাংক কর্মকর্তা শহীদুল ইসলাম প্রমুখ।