ফেস্টুন হাতে মায়ের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছে ৬ বছর বয়সের অবুঝ শিশু আরাবী। একই দাবি নিয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজের নিপীড়নবিরোধী ছাত্র সমাজ ও স্বজনরা এখন মাঠে নেমেছেন। রবিবার দুপুরে জেলা লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে খুনিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
মানববন্ধনে জানানো হয়, নোয়াখালীর বেগমগঞ্জের মহেশপুর গ্রামের জাহের মিয়ার ছেলে হুমায়ুন কবির (লক্ষ্মীপুর জজকোর্টে দায়িত্বরত পুলিশ কনস্টেবল) ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের বাসিন্দা শহীদুল ইসলামের মেয়ে জান্নাতুল ফারহানা হাসির বিয়ে হয় প্রায় ৭ বছর পূর্বে।
মানববন্ধনে ফারহানার মা রোজিনা আক্তার ও ভাই জানান, ৩০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল অভিযুক্তরা। তা দিতে না পারায় নির্মম নির্যাতন চালিয়ে গত ২৯ অক্টোবর তাকে শ্বশুরবাড়িতে হত্যা করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনোপ্রকার মামলা ও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ তাদের।
এদিকে ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নিয়ে মায়ের খুনের বর্ণনা দেয়, ফারহানার ৬ বছরের ছোট্ট শিশু সন্তান আরাবী। মায়ের খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানায় এ অবুঝ শিশুটি।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র প্রতিনিধি সরোয়ার হোসেন, পিংকী পাটওয়ারী, রাহিমা ইসলাম সেতু, রেদওয়ান হোসেন প্রমুখ।