ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

সাটুরিয়ায় সড়কের বেহাল অবস্থা, জনজীবন বিপর্যস্ত

নিজস্ব সংবাদদাতা,সাটুরিয়া,মানিকগঞ্জ 

প্রকাশিত: ১৭:৩১, ৩ নভেম্বর ২০২৪

সাটুরিয়ায় সড়কের বেহাল অবস্থা, জনজীবন বিপর্যস্ত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া বাজার থেকে সাভার বাজারের সিএনজি স্ট্যান্ডের মোড় পর্যন্ত আধা কিলোমিটার সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন পাতিলাপাড়া, সাভার,বরাইদ,হামজাগ্রামসহ আশেপাশের দশ গ্রামের হাজারো মানুষ।

দীর্ঘদিন ধরে রাস্তাটির কোন সংস্কার কাজ না হওয়ায় সড়কের প্রায়ই পুরো অংশেরই কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বৃষ্টির মৌসুমে ভোগান্তি বাড়ে দশ গুণ।

সরেজমিনে গিয়ে দেখা যায়,আধা কিলোমিটার সড়কটির সামনেই রয়েছে পাতিলাপাড়া পরিবার ও পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্স‌।এই রাস্তাটি দিয়ে প্রতিদিনই এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসে শত-শত রোগীরা। ফলে তাদেরও পড়তে হয় ভোগান্তিতে। এ ছাড়াও সড়কটির কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে পরিনত হওয়ায় সামান্য বৃষ্টি হলেই পাকা সড়কে জমে হাঁটু পানি। ফলে সাধারণ পথচারী ও যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে।

বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এছাক আলী বলেন রাস্তাতি চলাচলের অযোগ্য হওয়ায় এই রাস্তার চলাচলের সময় প্রায় ঘটে দুর্ঘটনা। সমস্যায় পড়তে হয় চালকসহ যাত্রীদের। মাঝেমধ্যেই গাড়ী উল্টে দূর্ঘটনা ঘটে এই সড়কে। সড়কটি দ্রুত মেরামত হলে জনগণ নিরাপদে চলাচলের সুযোগ পাবে বলে জানান তিনি।

সাভার বাজারের ব্যবসায়ী শিবলী মিয়া বলেন, প্রায় দশ বছরেরও অধিক সময় ধরে সড়কটি এই বেহাল দশায় পড়ে থাকলেও মেরামতে কোন উদ্যোগ নেয়া হয়নি। এতে বিপদে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকেরা পড়েছে বিপাকে। এই আধা কিলোমিটার বেহাল সড়কের কারণে গাড়ি ভাড়া বেশি দিতে হয়। তাই তিনি রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান।  

অটো চালক দেলোয়ার মিয়া বলেন,সড়কের এই বেহাল দশায় আমরা গাড়ী চালিয়ে শান্তি পাইনা। এই রাস্তায় চলাচল করায় প্রতি সপ্তাহেই গাড়ী ঠিকঠাক করতে হয়।এর পেছনেই অনেক টাকা খরচ হয়ে যায়।

পাতিলাপাড়া বহুমুখী কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক দাউদ হোসেন বলেন, বিদ্যালয়ে যাতায়াতের এক মাত্র সড়কের বেহাল দশায় কোমলমতি শিক্ষার্থীসহ স্কুলের শিক্ষকদেরও  ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাস্তার পিচ ওঠে যাওয়ায় ও রাস্তায় খানাখন্দের কারণে উঁচু-নিচু হওয়ায় শিক্ষার্থীরা হোঁছট খেয়ে পড়ে যেয়ে জখমের ঘটনাও ঘটেছে।নিরাপদে চলাচলের জন্য সড়কটি দ্রুত মেরামত করা দরকার বলে জানান তিনি।

বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আব্দুল হাই বলেন,রাস্তাটি সংস্কার করার বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে রাস্তার সংস্কারের কাজের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মোঃ ইমরুল হাসান জানান,সড়কটি মেরামতের জন্য ২০২৪-২৫ অর্থবছরের আওতায় টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।

রাজু

×

শীর্ষ সংবাদ:

ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে, মানতে বাধ্য ভারত: ড. ইউনূস
আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে