ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

পাকুন্দিয়া মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

প্রকাশিত: ১৭:০৯, ৩ নভেম্বর ২০২৪

পাকুন্দিয়া মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে দুই বন্ধু নিহত হয়েছেন।  
আজ দুপুর ১২টার দিকে উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- এগারসিন্দুর ইউনিয়নের চরখামা এলাকার কামালের ছেলে পলাশ (১৭) ও আসাদের ছেলে রিয়াদ (১৮)।
এলাকাবাসীর কাছে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মোটরসাইকেলটি রাস্তার পাশে খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। 
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো.মিনহাজ উদ্দিন দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

তাজিন

×