ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

টানা ৩৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথ ফেরি চলাচল শুরু

নিজস্ব সংবাদদাতা, শিবালয় মানিকগঞ্জ

প্রকাশিত: ১৫:২৬, ৩ নভেম্বর ২০২৪

টানা ৩৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথ ফেরি চলাচল শুরু

আরিচা-কাজিরহাট

যমুনা নদীতে নাব্যতা সঙ্কটের কারণে আরিচা-কাজিরহাট নৌপথে দীর্ঘ ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার দুপুর থেকে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

রবিবার সকাল ১০ টার দিকে আরিচা ঘাট থেকে একটি ফেরি লোড দিয়ে কাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। অনুরূপ কাজিরহাট থেকেও একটি ফেরি ছেড়ে আসে আরিচার উদ্দেশ্যে। দীর্ঘ সময় নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় পারাপারের জন্য আটকে পড়েচার শতাধিক পণ্যবাহী যানবাহন। 

আজ দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জনকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। নৌপথের বিভিন্ন অংশে নাব্যতা সঙ্কটে গত শুক্রবার ১ নভেম্বর রাত ১০টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ।ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, নাব্যতা সংকটের কারণে দীর্ঘ সময় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ যমুনা নদীর নাব্য রক্ষার্থে ড্রেজিং ইউনিট অব্যাহতভাবে ড্রেজিং করায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আজ সকালের দিকে পরীক্ষামূলকভাবে নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়েছে। নৌরুটের উভয় ঘাট থেকে ফেরি ছাড়া হয়েছে। নৌ চ্যানেলে ফেরি চলতে কোনো সমস্যা না হলে পুরোপুরিভাবে ফেরি অপারেশন করতে পারবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অপরদিকে, ঘন কুয়াশার দরুন  পৌনে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে  পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল।আজ ভোর পৌনে ৫টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সুত্রে জানাযায়, ভোর রাতের ঘন কুয়াশায় নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে। ফেরি বন্ধ থাকায় ঘাটে

আটকে পড়া যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। বর্তমানে এ রুটে ছোট-বড় মিলিয়ে ১২টি ফেরি চলাচল করছে।

টুম্পা

×